Logo
শনিবার, ১৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 2, 2025
শনিবার, ১৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 2, 2025
আজকের শিরোনাম:

বিনোদন

মুক্তির আগেই বক্স অফিসে ‘কিংডম’ ঝড়

Picture of the author

24 Bangladesh

৩০ জুলাই, ২০২৫ | 6:12 AM

Picture of the author

অবশেষে শেষ হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার পালা। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই বড়পর্দায় ঝড় মুক্তি পেতে চলেছে বিজয় দেবেরাকোন্ডার নতুন ছবি ‘কিংডম’।


ছবির ট্রেলার মুক্তির পর থেকেই অনুরাগীদের মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। সেইদিন থেকেই অপেক্ষায় দিন গুনছিলেন সবাই। নতুন ছবি ‘কিংডম’ ইতিমধ্যেই দর্শকমহলে বিস্তর সাড়া ফেলেছে। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, টিকিট বুকিং শুরু হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ৩০ হাজার আসন বিক্রি হয়ে গেছে। ফলে আলাদা করে বলার অপেক্ষা রাখে না এই ছবি ঘিরে কতটা উৎসাহী অনুরাগীরা।

অনলাইন টিকিট বুকিং শুরু হতেই দেশের প্রায় সব বড় টিকিট বিক্রি প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ে উঠে আসে ‘কিংডম’। সুপারস্টারের আগের সাম্প্রতিক কয়েকটি ছবি বক্স অফিসে সেভাবে সাফল্যের মুখ না দেখলেও এবার কিংডম যে তার কামব্যাক ছবি হতে চলেছে সে ইঙ্গিত স্পষ্ট। শুধু দেশেই নয়, বিদেশের বাজারেও ‘কিংডম’-এর আগাম বুকিং বেশ চোখে পড়ার মতো। আন্তর্জাতিক স্তরে অনুরাগীদের এই উত্তেজনা দেখে ছবি নির্মাতারা ৩০ জুলাই এক বিশাল প্রিমিয়ার শো আয়োজন করতে চলেছে।

‘কিংডম’ এক গ্যাংস্টার ড্রামা, যা দুই ভাইয়ের সম্পর্কের ওপর ভিত্তি করে লেখা। সংলাপ, আবহ এবং অ্যাকশন—সব মিলিয়ে ছবি ঘিরে আগ্রহ দ্বিগুণ হয়েছে দর্শকদের। ‘কিংডম’ প্রযোজনা করছে জনপ্রিয় ব্যানার সিতারা এন্টারটেইনমেন্টস, পরিচালনায় রয়েছেন গৌতম তিন্না নুড়ি।


ইন্ডাস্ট্রি সূত্রে খবর, পরিচালক ও প্রযোজক—দুজনেই ছবির সফলতা নিয়ে ভীষণ আশাবাদী। এই ছবি যে বিজয় দেবেরাকোন্ডার কেরিয়ারে এক মাইলস্টোন হতে চলেছে তা এক কথায় বলাই চলে।



    জনপ্রিয়

    সর্বশেষ