Logo
বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 31, 2025
বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 31, 2025
আজকের শিরোনাম:

প্রবাস

বাহরাইনের গালফ পেট্রো কেমিক্যালের সিইও’র স‌ঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Picture of the author

24 Bangladesh

২৭ জুলাই, ২০২৫ | 1:31 PM

Picture of the author

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার গালফ পেট্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বি.এস.সি. (জি‌পিআই‌সি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আব্দুল রহিম আল আব্বাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


সম্প্রতি জি‌পিআই‌সির কার্যালয়ে হওয়া এ সাক্ষাৎ নি‌য়ে মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, প্রধান নির্বাহী কর্মকর্তা তার নিজ কার্যালয়ে রাষ্ট্রদূতকে স্বাগত জানান। তিনি কোম্পানির কার্যক্রম, অবকাঠামো, এবং আঞ্চলিক পেট্রো কেমিক্যাল খাতে তাদের অবদানের বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন। 

পরে রাষ্ট্রদূত জি‌পিআই‌সির অত্যাধুনিক পেট্রো কেমিক্যাল উৎপাদন ও নির্মাণ শিল্প পরিদর্শন করেন। রাষ্ট্রদূত প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জি‌পিআই‌সির ম্যানেজমেন্টের উষ্ণ আতিথেয়তা এবং অসাধারণ অভ্যর্থনার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং বাংলাদেশি কর্মীর সংখ্যা আরও বৃদ্ধি করার অনুরোধ জানান।

 

এছাড়া, তিনি ভবিষ্যতে বাংলাদেশ ও বাহরাইনের সঙ্গে পেট্রো কেমিক্যাল খাতে ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 


এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে জি‌পিআই‌সির অন্যান্য উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    জনপ্রিয়

    সর্বশেষ