তথ্যপ্রযুক্তি
24 Bangladesh
৬ আগস্ট, ২০২৫ | 8:33 AM
অডিও বিভাগে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে অ্যামাজন তাদের ওয়ান্ডারি পডকাস্ট ইউনিট থেকে একশ ১০ জন কর্মী ছাঁটাই করছে। ওয়ান্ডারির প্রধান জেন সার্জেন্টও পদত্যাগ করেছেন।
সোমবার কর্মীদের পাঠানো এক নোটে অ্যামাজনের অডিও, টুইচ ও গেইম বিভাগের ভাইস প্রেসিডেন্ট স্টিভ বুম বলেন, “ওয়ান্ডারির কিছু ইউনিট অ্যামাজনের অডিবল বিভাগে একীভূত করা হচ্ছে।”
তিনি লেখেন, এই পরিবর্তনগুলো আমাদের দলগুলোর মধ্যে আরও ভালো সমন্বয়ই আনবে না, বরং সামনের কৌশলগত সুযোগগুলো কাজে লাগাতেও সাহায্য করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এই পরিবর্তন আমাদের ক্রিয়েটর, গ্রাহক এবং বিজ্ঞাপনদাতাদের সবচেয়ে ভালো অভিজ্ঞতা দেওয়ার কাঠামো তৈরি করবে।”
তবে তিনি স্বীকার করেন, “দুঃখজনকভাবে, এই পরিবর্তনের ফলে কিছু পদ বিলুপ্ত হয়েছে এবং আমরা সংশ্লিষ্ট কর্মীদের জানিয়ে দিয়েছি।”
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে লিখেছে, অ্যামাজন মূল অডিও কনটেন্ট সম্প্রসারণের অংশ হিসেবে ওয়ান্ডারিকে অধিগ্রহণ করার প্রায় পাঁচ বছর পর পদক্ষেপটি এল। “ডার্টি জন” এবং “ড. ডেথ” এর মতো জনপ্রিয় শোর মাধ্যমে ওয়ান্ডারি তার পরিচিতি গড়ে তোলে।
সাম্প্রতিক সময়ে, ওয়ান্ডারি জেসন ও ট্র্যাভিস কেল্সের “নিউ হাইটস” পডকাস্ট এবং ড্যাক্স শেপার্ডের “আর্মচেয়ার এক্সপার্ট” এর মতো শোয়ের জন্য বেশ কয়েকটি লাভজনক লাইসেন্সিং চুক্তিও করে।
অ্যামাজনের ভাইস প্রেসিডেন্ট স্টিভ বুম কর্মীদের উদ্দেশ্যে পাঠানো মেমোতে বলেছেন, “ওয়ান্ডারিকে কোম্পানির সঙ্গে আরও সুসংহত করতে তারা “ন্যারেটিভ পোডকাস্ট” ও “ক্রিয়েটর নির্ভর শো” পরিচালনাকারী দলগুলোকে আলাদা করছে।”
বুম বলেন, “ন্যারেটিভ পডকাস্ট ইউনিটটি এখন থেকে অডিবলের অধীনে কাজ করবে, আর ক্রিয়েটর-নির্ভর কনটেন্ট চলে যাবে অ্যামাজনের নতুন “ক্রিয়েটর সার্ভিসেস” বিভাগে যা তারই নেতৃত্বাধীন।”
তিনি আরও বলেন, “অ্যামাজনের অডিও কনটেন্ট এখন ইউটিউবের ভিডিও পডকাস্টের বাড়তি জনপ্রিয়তার কারণে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। কারণ, ভিডিও শোয়ের জন্য প্রচারণা, আয় করার পদ্ধতি এবং দর্শক বাড়ানোর কৌশল সবই অডিওভিত্তিক ধারাবাহিক শো থেকে আলাদা হয়।”
“গত কয়েক বছরে পডকাস্টের জগৎ নাটকীয়ভাবে বদরে গিয়েছে”, বলেন বুম।