বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

সাতক্ষীরায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, গাবুরায় দুর্ভোগের শেষ নেই

Picture of the author

24 Bangladesh

২২ জুন, ২০২৫ | 6:12 AM

Picture of the author

সাতক্ষীরায় কয়েক দিনের টানা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। শহর থেকে গ্রাম— সবখানে একরকম জলাবদ্ধতা ও দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে।

সাতক্ষীরায় কয়েক দিনের টানা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। শহর থেকে গ্রাম— সবখানে একরকম জলাবদ্ধতা ও দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে।


গত মঙ্গলবার (১৭ জুন) রাত থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টি বুধবার ভোর ৫টা থেকে টানা বৃষ্টিতে রূপ নেয়। বৃষ্টিপাত চলে টানা ১৯ জুন পর্যন্ত। এরপর দুই দিন বিরতির পর রোববার (২২ জুন) সকাল ৭টা ২০ মিনিট থেকে আবারও শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, গত ১৭ থেকে ১৯ জুন পর্যন্ত সাতক্ষীরায় মোট ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী পাঁচ দিন বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ষাকালে প্রায় সময় এমন আবহাওয়া বিরাজ করবে।

বৃষ্টির প্রভাবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা। কারণ, রাস্তাঘাট কাদামাখা ও জলাবদ্ধতায় ভরা। শহরের মোড়গুলো ফাঁকা, নেই সেই চিরচেনা কোলাহল।

সাতক্ষীরা সদর উপজেলার শ্রমজীবী সাজেদুল ইসলাম বলেন, বৃষ্টি হলেই শহরের রাস্তায় চলাচল করা যায় না। যেদিকে তাকাই কাদা আর পানি। পৌর এলাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। জলাবদ্ধতায় হাঁটাও দুঃসাধ্য।

এদিকে, টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহরের বাজার এলাকাও। ব্যবসায়ীদের বেচাকেনা প্রায় বন্ধের পথে। বিশিষ্ট ব্যবসায়ী কর্ণ বিশ্বাস কেডি বলেন, প্রচুর বৃষ্টির কারণে ঘরের বাইরে কেউ বের হতে পারছে না। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা থাকলেও ক্রেতারা আসতে পারছেন না। এতে করে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন। বাজার এলাকার রাস্তাঘাট ও পানি নিষ্কাশন ব্যবস্থাও অত্যন্ত নাজুক। ফলে ক্রেতা-বিক্রেতা—দুজনেরই ভোগান্তি চরমে।

    জনপ্রিয়

    সর্বশেষ