বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

পিরোজপুরে ডাবল মার্ডার, ঢাকা থেকে প্রধান আসামি গ্রেফতার

Picture of the author

24 Bangladesh

১ জুলাই, ২০২৫ | 11:54 AM

Picture of the author

পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার প্রধান আসামী ইউনুস আলী শেখ (৩৩) কে রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ( এএসপি) খান আসিফ তপু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইউনুস প্রবাসে থাকা অবস্থায় তার স্ত্রীর সঙ্গে সাবেক ইউপি সদস্য নিহত শহিদুল ইসলাম হাওলাদারের (৫৩) বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের বিরোধের জের ধরে গত ২৭ জুনরাতে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা অবস্থায় পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে শহিদুলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এই সময়ে তার চিৎকারে তার স্ত্রী রেহেনা পারভীন (৪০) ও তার ভাইয়ের স্ত্রী মুকুলি বেগম (৪৮) এগিয়ে আসলে আসামিরা তাদের উপরেও হামলা করে এবং ঘটনাস্থলেই শহিদুল ও তার ভাইয়ের স্ত্রী মুকুলি মৃত্যুবরণ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত অবস্থায় নিহতের স্ত্রী রেহেনা পারভীনকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনার প্রেক্ষিতে নিহতের ভাই বাদী হয়ে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিদের গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গত গতকাল সোমবার (৩০ জুন) রাতে মামলার প্রধান আসামি ইউনুস আলী শেখ (৩৩)’কে রাজধানীর দক্ষিণখান থানাধীন আজমপুর এলাকা থেকে গ্রেফতার করে। আসামি হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    জনপ্রিয়

    সর্বশেষ