বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

ম্যান ইউনাইটেডে যাচ্ছেন না মার্তিনেজ, আগ্রহী তালিকায় নতুন ক্লাব

Picture of the author

24 Bangladesh

২৩ জুন, ২০২৫ | 10:08 AM

Picture of the author

পুরো গ্রীষ্মটা এখন পর্যন্ত সামনেই রয়েছে এমিলিয়ানো মার্তিনেজের। তবে প্রথম ধাক্কাটা তাকে খেতে হলো প্রাক মৌসুম শুরুর আগেই। ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার জন্য এমি মার্তিনেজের ব্যাপক আগ্রহ থাকলেও রেড ডেভিলরা এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছে না তাকে নিয়ে। সম্প্রতি এক খবরে এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ।

মূলত বর্তমান গোলরক্ষক আন্দ্রে ওনানার ক্লাব ছাড়তে না চাওয়ার কারণেই এমি মার্তিনেজের প্রতি আগ্রহ দেখাচ্ছে না ম্যান ইউনাইটেড। তবে ইউনাইটেড পিছিয়ে গেলেও এমিকে পাওয়ার দৌড়ে এগিয়ে এসেছে আরও একটি বড় ক্লাব। 


দ্য টেলিগ্রাফের দাবি, স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ যদি এই গ্রীষ্মেই গোলরক্ষকের সন্ধানে নামে তবে তারা অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষককে দলে নিতে প্রস্তুত। মার্টিনেজকে দলে টানার ব্যাপারে সৌদি প্রো লিগ বেশ আগ্রহী। তবে মার্তিনেজ এখনই ইউরোপ ছাড়তে চান না, আর সেই সুযোগটাই নিতে চায় অ্যাতলেটিকো মাদ্রিদ।



পুরো গ্রীষ্মটা এখন পর্যন্ত সামনেই রয়েছে এমিলিয়ানো মার্তিনেজের। তবে প্রথম ধাক্কাটা তাকে খেতে হলো প্রাক মৌসুম শুরুর আগেই। ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার জন্য এমি মার্তিনেজের ব্যাপক আগ্রহ থাকলেও রেড ডেভিলরা এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছে না তাকে নিয়ে। সম্প্রতি এক খবরে এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ।


অ্যাটলেটিকো মাদ্রিদ মার্তিনেজের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদি দীর্ঘদিনের গোলকিপার ইয়ান ওবলাক ক্লাব ছাড়েন, সেক্ষেত্রে মার্তিনেজের জন্য প্রস্তাব দিতে পারে তারা। ৩২ বছর বয়সী স্লোভেনিয়ান গোলকিপার ওবলাক বর্তমানে ক্লাব বিশ্বকাপে অ্যাতলেটিকোর হয়ে খেলছেন। তবে গেল কয়েক মৌসুম ধরেই নিয়মিতই তার দল ছাড়ার গুঞ্জন প্রকাশ্যে এসেছে। এবারও সেটাই সামনে এসেছে নতুন করে। 



আর মার্তিনেজকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কিছু গুঞ্জন থাকলেও, আপাতত ক্লাবটি কোনো প্রস্তাব নিয়ে এগোচ্ছে না বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে একাধিক ক্লাব এমিলিয়ানো মার্তিনেজ এবং অ্যাস্টন ভিলার আরও কয়েকজন খেলোয়াড়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়মনীতি মেনে চলতে গিয়ে ভিলা হয়তো কিছু খেলোয়াড় বিক্রি করতে বাধ্য হতে পারে। এর আগে গত জানুয়ারিতে কলম্বিয়ান ফরোয়ার্ড জোন ডুরানকে বিক্রি করেছে আল-নাসর ক্লাবে এবং গত গ্রীষ্মে মুসা দিয়াবিকে বিক্রি করেছে আল-ইত্তিহাদ ক্লাবে।

 

    জনপ্রিয়

    সর্বশেষ