জাতীয়
24 Bangladesh
৫ আগস্ট, ২০২৫ | 9:43 AM
হঠাৎ করেই অতি গোপনে কক্সবাজারে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার শীর্ষ নেতা। গোয়েন্দা সংস্থাসহ একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে তারা কক্সবাজারে এসেছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের তুমুল আলোচনা ছড়িয়ে পড়েছে।
কক্সবাজারে আসা এনসিপির নেতারা হলেন, তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারী।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কক্সবাজারে আসেন এনসিপি নেতারা। কক্সবাজার বিমানবন্দরে কর্মরত একাধিক ফ্লাইট এজেন্সির কর্মকর্তা-কর্মচারীরা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন।
এনসিপির নেতারা বর্তমানে কক্সবাজারের ইনানী এলাকায় অবস্থিত পাঁচতারকা হোটেল ‘সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’ (রয়েল টিউলিপ) এ অবস্থান করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হোটেলের এক কর্মকর্তাা বলেন, ‘কোনো আগাম ঘোষণা বা রুম বুকিং ছাড়াই মঙ্গলবার দুপুর ১২টার পর অত্যন্ত গোপনে এনসিপির এ চার নেতা হোটেলে প্রবেশ করেন।’
তবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি নিয়ে রয়েল টিউলিপের এ কর্মকর্তা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তার ভাষায়, ‘পিটার হাস সম্ভবত এখনো হোটেলে আসেননি, কিংবা এখানে নেই।’
অন্যদিকে পিটার হাসের সাথে বৈঠকের বিষয়টি সরাসরি গুজব বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, এটা সম্পূর্ণ গুজব। আমরা এখানে ঘুরতে এসেছিলাম। হোটেলে চেকইন করে এরকম একটা নিউজ দেখতে পেলাম। এটা সম্পূর্ণ গুজব। আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম।