বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

আন্তর্জাতিক

রাশিয়ায় আরও সেনা ও অস্ত্র পাঠাতে পারে উ. কোরিয়া

Picture of the author

24 Bangladesh

২৬ জুন, ২০২৫ | 10:12 AM

Picture of the author

ইউক্রেন যুদ্ধের অংশ হিসেবে রাশিয়ায় অতিরিক্ত উত্তর কোরিয়ার সেনা মোতায়েন হতে পারে আগামী জুলাই বা আগস্টে। দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যরা দেশটির গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস এর এক ব্রিফিংয়ের তথ্য উল্লেখ করে এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের অংশ হিসেবে রাশিয়ায় অতিরিক্ত উত্তর কোরিয়ার সেনা মোতায়েন হতে পারে আগামী জুলাই বা আগস্টে। দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যরা দেশটির গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস এর এক ব্রিফিংয়ের তথ্য উল্লেখ করে এ তথ্য জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্য লি সিওং-ক্যুন বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, গোয়েন্দা সংস্থাটি বিশ্বাস করে রাশিয়া জুলাই বা আগস্টে ইউক্রেনে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। সেই লক্ষ্যে উত্তর কোরিয়া থেকে নতুন করে সেনা পাঠানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি আরও জানান, রাশিয়ার প্রেসিডেন্টের একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সাম্প্রতিক পিয়ংইয়াং সফর এবং উত্তর কোরিয়ার নতুন সেনা সমাবেশকে এর পূর্বাভাসের ভিত্তি হিসেবে উল্লেখ করেছে এনআইএস।

বলা হচ্ছে, উত্তর কোরিয়া রাশিয়াকে আর্টিলারি গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে, যার বিনিময়ে উত্তর কোরিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ এবং ক্ষেপণাস্ত্র গাইডেন্স প্রযুক্তিতে রাশিয়ার কারিগরি সহায়তা পাচ্ছে।

দীর্ঘ কয়েক মাস নীরব থাকার পর উত্তর কোরিয়া ও রাশিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে পিয়ংইয়াং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে সেনা পাঠিয়েছে এবং তারা কুর্স্ক অঞ্চল পুনর্দখলের অভিযানে অংশ নিয়েছে।

এই সহযোগিতা গত বছরের জুনে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির ভিত্তিতে হচ্ছে, যেখানে দুই দেশের নেতারা একে অপরকে সামরিক সহায়তা প্রদানের অঙ্গীকার করেছিলেন।




    জনপ্রিয়

    সর্বশেষ