Logo
সোমবার, ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 11, 2025
সোমবার, ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 11, 2025
আজকের শিরোনাম:

রাজনীতি

মুরাদনগরে মাফিয়া শাসন কায়েম করছেন আসিফ মাহমুদ

Picture of the author

24 Bangladesh

৪ আগস্ট, ২০২৫ | 12:03 PM

Picture of the author

উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগর উপজেলায় একপ্রকার মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।


সোমবার (৪ আগস্ট) দুপুরে কুমিল্লা জেলা কারাগারে বন্দি মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।


নাসির উদ্দিন নাসির বলেন, “গত ১৭ বছরে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন, যারা জেল-জুলুম সহ্য করেছেন, সেই সকল নেতাকর্মীদের আজও কারাগারে পাঠানো হচ্ছে। ৫ আগস্টের পরেও উপদেষ্টা আসিফ মাহমুদ ইচ্ছাকৃতভাবে এসব নেতাকর্মীদের জেলে পাঠিয়েছেন।”


তিনি আরও বলেন, “বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যখন ইতিবাচক রাজনীতি গড়ে উঠছে, তখন মুরাদনগরে সেটি অনুপস্থিত। এখানকার রাজনীতি এক ব্যক্তির নির্দেশনায় পরিচালিত হচ্ছে, যা গণতন্ত্রবিরোধী।”


নাজিম মাহমুদের গ্রেফতারের ঘটনায় তার মায়ের হৃদরোগে মৃত্যুবরণ প্রসঙ্গে নাসির বলেন, “এই মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও ন্যক্কারজনক। একজন মায়ের বুক খালি করে দিয়ে যে রাজনীতি করা হয়, তা কখনই শুভ হতে পারে না।”


তিনি দাবি করেন, “সরকারদলীয় নেতাকর্মীরা মুক্তভাবে ঘুরে বেড়ালেও, বিএনপি ও ছাত্রদলের ১৩ জন নেতাকর্মী অন্যায়ভাবে কারাবন্দি রয়েছেন। আমরা তাদের দ্রুত মুক্তির জোর দাবি জানাচ্ছি।”


এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


পরবর্তীতে নাসির উদ্দিন নাসির নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।



    জনপ্রিয়

    সর্বশেষ