বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

তেঁতুলিয়ায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু

Picture of the author

24 Bangladesh

৬ জুলাই, ২০২৫ | 9:50 AM

Picture of the author

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডোবার পানিতে পড়ে আসমা খাতুন নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।


রোববার (৬ জুলাই) সকালে উপজেলার তেতুলিয়া সদর ইউনিয়নের মাগুরা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু আসমা ঐ এলাকার আয়নাল হকের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাসায় পারিবারিক কাজ করছিলেন মা বানেছা আক্তার। এ সময় বাড়ির উঠানে খেলা করছিল শিশু আসমা খাতুন। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাইরে বের হয় সে। পরে বাড়ির পাশের একটি ডোবাতে পড়ে যায় শিশু আসমা। পরিবারের সদস্যরা আসমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ পর্যায়ে শিশুটিকে ডোবার পানিতে ভাসতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেতুঁলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেস চন্দ্র রায় ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, তিনি আরও বলেন মরদেহের সুরতহাল করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।






    জনপ্রিয়

    সর্বশেষ