বিনোদন
24 Bangladesh
২৭ জুলাই, ২০২৫ | 1:14 PM
শাকিব খান অভিনীত বহুল আলোচিত ‘তাণ্ডব’ সিনেমা গত ঈদুল আজহায় মুক্তি পায়। এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে এটি। পরিচালক রায়হান রাফী পরিচালিত সিনেমাটি আগস্ট মাসে ‘চরকি’, ‘হইচই’-এ একযোগে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র সাত দিনের মাথায় অনাকাঙ্ক্ষিতভাবে পাইরেসির শিকার হয়। সেই বিতর্কের রেশ কাটিয়ে এবার দর্শকরা বৈধভাবে সিনেমাটি ঘরে বসেই উপভোগ করতে পারবেন।
পরিচালক রায়হান রাফী বলেন, “প্রেক্ষাগৃহে যারা দেখতে পারেননি কিংবা আবার দেখতে চান, তাদের জন্যই ‘তাণ্ডব’ সিনেমা ওটিটিতে মুক্তি পাচ্ছে। বাংলা ভাষাভাষী যে কেউ, যেখানেই থাকুন, এবার সিনেমাটি দেখতে পারবেন অনলাইনে।”
এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সাবিলা নূরের। একইসঙ্গে দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করেন শাকিব খান ও জয়া আহসান। এছাড়াও অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন—আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম ও শিবা শানু।
‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজক চরকি।