রাজনীতি
24 Bangladesh
২৪ জুলাই, ২০২৫ | 10:01 AM
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেফতারে অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘‘বিলম্বে হলেও যে এতদিন পর তার (এবিএম খায়রুল হক) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে সরকার (অন্তর্বর্তীকালীন), সেজন্য আমি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
‘‘সঠিকভাবে তার তদন্ত হবে সব বিষয়গুলোর এবং সঠিকভাবে তার বিচার কাজ সম্পন্ন হবে, সেটাই আমরা আশা করি।”
বিএনপি মহাসচিব বলেন, ‘‘আল্লাহর কাছে শুকরিয়া জানাতে চাই, বাংলাদেশের একজন বড় শত্রু, যিনি বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করেছেন— একটা বিরাট পদে থেকে এবং সেই পদে থেকে তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার ব্যাপারে দায়িত্বে ছিলেন, সেখানে তিনি সেই জায়গায় প্রতারণা আশ্রয় নিয়েছেন। জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব।”
‘‘তিনি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সংক্ষিপ্ত যে রায় দিয়েছিলেন সেটা এবং পরবর্তীকালে পূর্ণাঙ্গ যে রায়— যাতে আকাশ ও পাতাল তফাৎ ছিল। যে সংক্ষিপ্ত রায়টা দিয়েছিলেন, সেটাও আমরা মনে করি— এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। রাজনৈতিক সংকট তৈরিতে নিঃসন্দেহে খায়রুল হক দায়ী ছিলেন।’’
তার কী ধরেন শাস্তি চান জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘‘এরজন্য তিনি শতকরা একশ ভাগ দায়ী।”
‘‘তবে এটা তো (শাস্তির বিষয়টা) আমার বলা ঠিক হবে না, আইনগতভাবে যে বিধানগুলো আছে, সেই বিধানগুলো দেখে তাকে প্রসিকিউট করে, সেই বিধান নিশ্চিত করতে হবে। তবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে— যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটায় বসে, সেই জায়গা ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে।”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আরও যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত— তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবেন বলে আশা করি।”
মির্জা ফখরুল বলেন, ‘‘ওনার (এবিএম খায়রুল হক) রায়ের পরে যেটা হয়েছে— আমাদের তত্ত্বাবধায়ক বিধানটা বাতিল হলো। যেটার কারণে বাংলাদেশে পরবর্তীকালে যত রকমের রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।”
বিএনপি মহাসচিব বলেন, ‘‘আর আমরা মনে করি, বিচার বিভাগ সবচেয়ে বড় জায়গা, যেখানে মানুষের আস্থা থাকে, সেই আস্থার জায়গাটা উনি ধবংস করেছেন শুধুমাত্র তার রাজনৈতিক চিন্তাভাবনা সেই কারণে, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে বলে আমরা মনে করি।”