বুধবার, ১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 16, 2025
Logo
আজকের শিরোনাম:

লাইফস্টাইল

সকালে খালি পেটে এই ৩ খাবার কখনোই খাবেন না

Picture of the author

24 Bangladesh

২২ জুন, ২০২৫ | 8:44 AM

Picture of the author

আমাদের অনেকেই সকাল শুরু করি এমন খাবার দিয়ে যা ক্ষতিকারক বলে মনে হয় না, এমনকী স্বাস্থ্যকরও। কিন্তু আমরা বুঝতে পারি না যে, খালি পেটে এগুলো সঠিকভাবে কাজ না-ও করতে পারে। এই অভ্যাসগুলো হয়তো বংশ পরম্পরায় চলে আসছে। হয়তো আপনি শুনে শুনে বড় হয়েছেন যে, সকালে খালি পেটে এক গ্লাস দুধ খাওয়া উপকারী অথবা ফল হলো স্বাস্থ্যকর নাস্তা। কিন্তু দিনের শুরুতে কি এগুলোই আসলে ভালো? খালি পেটে কোন খাবারগুলো এড়িয়ে যাওয়া উচিত, চলুন জেনে নেওয়া যাক-

আমাদের অনেকেই সকাল শুরু করি এমন খাবার দিয়ে যা ক্ষতিকারক বলে মনে হয় না, এমনকী স্বাস্থ্যকরও। কিন্তু আমরা বুঝতে পারি না যে, খালি পেটে এগুলো সঠিকভাবে কাজ না-ও করতে পারে। এই অভ্যাসগুলো হয়তো বংশ পরম্পরায় চলে আসছে। হয়তো আপনি শুনে শুনে বড় হয়েছেন যে, সকালে খালি পেটে এক গ্লাস দুধ খাওয়া উপকারী অথবা ফল হলো স্বাস্থ্যকর নাস্তা। কিন্তু দিনের শুরুতে কি এগুলোই আসলে ভালো? খালি পেটে কোন খাবারগুলো এড়িয়ে যাওয়া উচিত, চলুন জেনে নেওয়া যাক-

১. দুধ

অবাক হচ্ছেন? অনেকের কাছেই, দুধ সকালের প্রধান খাদ্য। কিন্তু খালি পেটে দুধ পান করলে কারও কারও ক্ষেত্রে সমস্যা হতে পারে। এক গ্লাস দুধ অ্যাসিডিটি, পেট ফাঁপা এবং এমনকি শ্লেষ্মা তৈরির কারণ হতে পারে। আপনি হয়তো অনেককেই বলতে শুনেছেন যে, দুধ শক্তিশালী করে তোলে। কিন্তু এটা সবার জন্য উপযুক্ত নয়, বিশেষ করে সকালে খালি পেটে। যদি আপনার প্রায়ই পেট ফাঁপার সমস্যা হয় অথবা সকালে দুধ খাওয়ার পর পেট খারাপ হয়, তাহলে এটিই কারণ হতে পারে।

ফলকে স্বাস্থ্যকর নাস্তা হিসেবে দেখা হয়, কিন্তু খালি পেটে ফল খাওয়া সবসময় ভালো না-ও হতে পারে। ফলের মধ্যে ফ্রুক্টোজ এবং ফাইবার থাকে, যা পেট ফাঁপা, গ্যাস এবং কখনো কখনো এমনকী পেট ফাঁপারও কারণ হতে পারে। এছাড়াও ফলের প্রাকৃতিক শর্করা ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দিতে পারে, যার ফলে দ্রুত ক্ষুধা লাগতে পারে।৩. ব্ল্যাক কফি

অনেকেই কফি ছাড়া তাদের দিন শুরু করার কথা কল্পনাও করতে পারেন না, বিশেষ করে ব্ল্যাক কফি। কিন্তু ব্ল্যাক কফি খালি পেটে অ্যাসিড রিফ্লাক্স এবং পেটে অস্বস্তির কারণ হতে পারে। ক্যাফেইন পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি করতে পারে, যা অস্বস্তি ও ব্যথার সৃষ্টি করতে পারে।



    জনপ্রিয়

    সর্বশেষ