Logo
রবিবার, ২৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 10, 2025
রবিবার, ২৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 10, 2025
আজকের শিরোনাম:

সারাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৩ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু

Picture of the author

24 Bangladesh

৯ আগস্ট, ২০২৫ | 7:42 AM

Picture of the author


পদ্মার প্রবল স্রোতে অস্থায়ী লঞ্চঘাটের র‌্যাম্প ব্যবহারের অনুপযোগী হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ থাকার ১৩ ঘণ্টা পর ফের চালু করা হয়েছে।


শনিবার সকাল সাড়ে ৭টার দিকে অস্থায়ী ভিত্তিতে মানিকগঞ্জের পাটুরিয়া ১ নাম্বার ফেরি ঘাট এলাকার পাশের কড়ইতলা এলাকা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী।


এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এ পথে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে লঞ্চ যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিপাকে পড়েন এ পথে চলাচলকারীরা।



পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী বলেন, “মঙ্গলবার বিকালে পদ্মার ভাঙনে পাটুরিয়া লঞ্চঘাটের জেটি নদীতে বিলীন হওয়ায় লঞ্চগুলোকে অস্থায়ীভাবে পাশের ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে সরিয়ে রাখা হয়। সেখান থেকেই কোনোরকমে যাত্রী ওঠানামা করা হচ্ছিল।


“এর মধ্যেই শুক্রবার সন্ধ্যার দিকে সেই ঘাটের একটি র‌্যাম্পের তার ছিড়ে পানিতে ডুবে যায়। আর প্রবল স্রোতের কারণে আরেকটি র‌্যাম্পের নিচ থেকে মাটি সরে তা ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। যেকোনো সময় এটার তারও ছিড়ে যাবে। তাই ঝুঁকি এড়াতে আমরা লঞ্চগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাই।”


লঞ্চঘাটের ম্যানেজার পান্না বলেন, “পরে শনিবার সকাল সাড়ে ৭টা থেকে পাটুরিয়া ১ নাম্বার ফেরির ঘাট এলাকার পাশের কড়ইতলা এলাকা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে, এখানে কোনো পন্টুন নেই। আমরা খুব কষ্ট করে যাত্রী পারাপার করছি।”



তিনি আরও বলেন, “দ্রুত আমাদের জন্য একটি স্থায়ী লঞ্চঘাটের ব্যবস্থা করা হোক। তা যাওয়ায় বিপাকে পড়েন এ পথ চলাচল কারীরা।



    জনপ্রিয়

    সর্বশেষ