Logo
শুক্রবার, ৩১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 15, 2025
শুক্রবার, ৩১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 15, 2025
আজকের শিরোনাম:

প্রবাস

কুয়েতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের রক্তদান কর্মসূচি

Picture of the author

24 Bangladesh

১২ আগস্ট, ২০২৫ | 11:17 AM

Picture of the author

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন সামাজিক কার্যক্রম চালিয়ে বেশ সুনাম অর্জন করেছে। যার মধ্যে রক্তদান কর্মসূচি অন্যতম। মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনারস গ্রুপ কুয়েত শাখা রক্তদান কর্মসূচির আয়োজন করে। 


কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক জাবরিয়ায় সোমবার (১১ আগস্ট) বিকালে রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সৈয়দ আহমদ হোসাইন মুহাম্মদ ইরফানুল হক মাইজভাণ্ডারী। 


মধ্য প্রাচ্যের অন্য দেশের মতো কুয়েতেও শাখা রয়েছে এই সংগঠনের। ইতিমধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংগঠনটি রক্তদান কর্মসূচির আয়োজন করে। এরই ধারাবাহিকতায় শতাধিক সদস্য কুয়েতে রক্তদান কর্মসূচিতে অংশ নেন। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্ব বহন করে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।


 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বাহারাইনের সমন্বয়ক মো. নিজাম উদ্দিন, সংযুক্ত আরব আমিরাতের এনামুল হক এবং আন্তর্জাতিক সমন্বয়ক মো. সোহেল চৌধুরী, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক সাংবাদিক আ হ জুবেদসহ আরও অনেকে।


    জনপ্রিয়

    সর্বশেষ