Logo
বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 31, 2025
বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 31, 2025
আজকের শিরোনাম:

খেলা

অস্ট্রেলিয়ার ইতিহাস গড়া সফর!

Picture of the author

24 Bangladesh

২৯ জুলাই, ২০২৫ | 6:51 AM

Picture of the author

অস্ট্রেলিয়ার ক্যারিবিয়ান অভিযান এক কথায় অবিশ্বাস্য সাফল্যের গল্প! ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে একটিও ম্যাচ না হেরে টানা ৮ ম্যাচ জয়ের নজির গড়েছে অজিরা। মিচেল মার্শের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া, এর আগে প্যাট কামিন্সের নেতৃত্বে ৩-০ ব্যবধানে জিতেছিল টেস্ট সিরিজও।


সফরের আগে কেউ ভাবেনি ৮-০ ব্যবধানে জয় সম্ভব। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে এক সফরে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড এটি, যেখানে কোনো ম্যাচ হারেনি বা ড্রও করেনি। ২০০৫ সালের নিউজিল্যান্ড সফরে তারা ৮টি ম্যাচ জিতলেও, সেখানে ছিল একটি ড্র।


তবে বিশ্বরেকর্ড এখনও ভারতের দখলে-২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে ভারত জিতেছিল ৯ ম্যাচ, কোনো হার বা ড্র ছাড়া।

সেন্ট কিটসে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে আজ তিন উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে অলআউট হয় ১৭০ রানে। শিমরন হেটমায়ারের ৩১ বলে ৫২ রান ছাড়া উল্লেখযোগ্য কিছু করতে পারেনি ক্যারিবীয়রা।


অস্ট্রেলিয়ার হয়ে বেন ডোয়ার্শিস ছিলেন বল হাতে দুর্দান্ত-৪ ওভারে ৪১ রান দিয়ে নেন ৩টি উইকেট এবং হন ম্যাচসেরা। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। তবে ক্যামেরন গ্রিন (১৮ বলে ৩২), টিম ডেভিড (১২ বলে ৩০), মিচেল ওয়েন (১৭ বলে ৩৭) ও অ্যারন হার্ডির (২৮*) কার্যকর ইনিংসে সহজেই জয় নিশ্চিত করে তারা।


সিরিজ শেষে অধিনায়ক মিচেল মার্শ বলেন, ‘সিরিজের আগে ভাবতেও পারিনি ৫-০ হবে। তবে আমরা সিরিজজুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছি। চতুর্থ ম্যাচ জয়ের পর দল হিসেবে আমরা এটা আলোচনা করেছি যে, অস্ট্রেলিয়ার কোনো দল আগে সব ম্যাচ জয়ের কীর্তি গড়তে পারেনি।’


ওয়েস্ট ইন্ডিজ এবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে। প্রথম টি-টোয়েন্টি ২ আগস্ট, ফ্লোরিডায়। আর অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে, শুরু ১০ আগস্ট থেকে।




    জনপ্রিয়

    সর্বশেষ