অর্থনীতি
24 Bangladesh
২৬ জুন, ২০২৫ | 1:58 PM
বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ এবং আকস্মিক বন্যা ছাড়া সমস্ত দুর্যোগের সাথে আগুন জড়িত। বাংলাদেশ সরকার অগ্নিনির্বাপণ ব্যবস্থা উন্নতসহ দুর্যোগ ঝুঁকি হ্রাসে বিনিয়োগের প্রতিশ্রুতিবদ্ধ। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সর্বদা কর্মীদের নিরাপত্তা দিতে দায়িত্বশীল ভূমিকা পালন করে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ শ্রম আইন-২০০৬ ও শ্রম বিধী-২০১৫ (বিধী-৫৫, উপ-বিধী ১০ ও ১২) এর নির্দেশনা অনুযায়ী নিয়মিত আয়োজন হিসেবে ইনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেইফটি (ইএইচএস) বিভাগের ফায়ার সেইফটি ম্যানেজমেন্ট সেকশনের মাধ্যমে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে গত ২৫ ও ২৬ জুন দুই দিনব্যাপী ‘অগ্নিনিরাপত্তা ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী এবং ইনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেইফটি (ইএইচএস) বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান রাজুর শুভেচ্ছা বক্তব্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
প্রশিক্ষক হিসেবে ছিলেন মো. রাশিদুল ইসলাম, ইন্সট্রাক্টর, মিরপুর ট্রেনিং কমপ্লেক্স, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এছাড়াও কালিয়াকৈর ফায়ার স্টেশনের অন্যান্য প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেন।