মঙ্গলবার, ৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 22, 2025
Logo
আজকের শিরোনাম:

জাতীয়

গোপালগঞ্জে কারফিউয়ের মেয়াদ আরো বাড়ল

Picture of the author

24 Bangladesh

১৮ জুলাই, ২০২৫ | 11:56 AM

Picture of the author

সহিংসতার প্রেক্ষাপটে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল। সেই সময় শেষে কারফিউ না তুলে তা অব্যাহত রাখার সিদ্ধান্ত জানায় সরকার।

ব্যাপক সংঘাত-সহিংসতার প্রেক্ষাপটে গোপালগঞ্জ জেলায় জারি করা কারফিউয়ের মেয়াদ শনিবার সকাল পর্যন্ত বাড়ানো হয়েছে।


শুক্রবার বিকালে গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটের এক বার্তায় বলা হয়, চলমান কারফিউ শনিবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।


জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ।


টানা ৫ ঘণ্টার ওই সংঘাতে নিহত হন অন্তত চারজন। আহতদের মধ্যে একজন বৃহস্পতিবার রাতে হাসপাতালে মারা যান।

পুলিশ সুপারের কার্যালয়ে আটকা পড়া এনসিপির কেন্দ্রীয় নেতারা সেদিন সেনাবাহিনীর সাঁজোয়া যানে করে গোপালগঞ্জ ত্যাগ করেন।


সহিংসতার প্রেক্ষাপটে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল। সেই সময় শেষে কারফিউ না তুলে তা অব্যাহত রাখার সিদ্ধান্ত জানায় সরকার।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার বিরতি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।

এরপর শুক্রবার বিকালে কারফিউয়ের মেয়াদ শনিবার সকাল পর্যন্ত বাড়ানোর কথা জানায় গোপালগঞ্জ জেলা প্রশাসন।


    জনপ্রিয়

    সর্বশেষ