Logo
রবিবার, ১৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 3, 2025
রবিবার, ১৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 3, 2025
আজকের শিরোনাম:

খেলা

রাফি ৬৩ জনে ৫৫, অ্যানি ১০৪ জনে ৯২

Picture of the author

24 Bangladesh

২ আগস্ট, ২০২৫ | 6:27 AM

Picture of the author

সিঙ্গাপুরে চলছে বিশ্ব সাঁতার প্রতিযোগিতা। বাংলাদেশের দুই সাঁতারু অ্যানি আক্তার ও সামিউল ইসলাম রাফি মোট চার ইভেন্টে অংশ নিয়েছেন। ১০০ মিটার ইভেন্টে দুজনই নিজেদের সেরা টাইমিং করেছিলেন। আজ ৫০ মিটারে সেটা অবশ্য পারেননি। 

৫০ মিটার ফ্রি স্টাইলে অ্যানির টাইমিং হয়েছে আজ ৩১.৩৯। তার পূর্বের টাইম ছিল ৩১.০৫। ১০৪ জনের মধ্যে ৯২ পজিশনে ইভেন্ট শেষ করেছেন। 

বাংলাদেশের সামিউল ইসলাম রাফি ৫০ মিটার ব্যাক স্ট্রোকে বর্তমান টাইম ২৭.২১। ৬৩ জনের মধ্যে ৫৫ পজিশন হয়েছে। এই ইভেন্ট রাফির টাইম ছিল ২৬.৯০।

বিশ্ব সাঁতারে বাংলাদেশ কখনো পদক পায়নি। সাঁতারুদের টাইমিংয়ে উন্নতি হলেই সন্তুষ্টি। অ্যানি ১০০ মিটার ফ্রি স্টাইলে অ্যানি নিজের সেরা টাইমিং করলেও দক্ষিণ এশিয়ার অন্য সাঁতারুদের চেয়ে পেছনে ছিলেন। বাংলাদেশের সাঁতারের অবস্থান এতেই বোঝা যায়। 



    জনপ্রিয়

    সর্বশেষ