শনিবার, ১১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 26, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

মাঠের বাইরে পন্ত !

Picture of the author

24 Bangladesh

২৪ জুলাই, ২০২৫ | 9:41 AM

Picture of the author

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে বড় ধাক্কা খেল ভারত। ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়লেন দলের সহ-অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত। স্ক্যান রিপোর্টে তার ডান পায়ে চিড় ধরা (ফ্র্যাকচার) ধরা পড়েছে। ফলে শুধু এই টেস্ট তো নয়ই, আগামী সপ্তাহে দ্য ওভালে শুরু হতে যাওয়া পঞ্চম টেস্টেও তার খেলার সম্ভাবনা নেই।


বুধবার টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে ইংলিশ পেসার ক্রিস ওকসের একটি বল রিভার্স সুইপ করতে গিয়ে ইনসাইড এজ হয়ে সরাসরি পায়ে লাগে। পন্ত তখন ৩৭ রানে ব্যাট করছিলেন। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কাতর হয়ে পড়েন পন্ত। মাঠে প্রাথমিক চিকিৎসার পর গলফ বাগিতে করে বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।


হাসপাতালে স্ক্যান করালে চোটের জায়গায় ফ্র্যাকচার ধরা পড়ে।এ নিয়ে টানা দুই টেস্টে চোট পেলেন পন্ত। এর আগে লর্ডস টেস্টে কিপিং করার সময় বাঁ হাতের তর্জনিতে চোট পান তিনি। ওই ম্যাচে বাকি সময় উইকেটের পেছনে দায়িত্ব পালন করেছিলেন ধ্রুব জুরেল।


এবারও সেই ভূমিকায় তাকে দেখা যেতে পারে।বোর্ড আপাতত চেষ্টা করছে কোনোভাবে যাতে পন্তকে ব্যথার ওষুধ খাইয়ে অন্তত ব্যাট করতে নামানো যায়। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ ওয়েবসাইটে বোর্ডের এক সূত্র বলেছেন, ‘স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে, পন্তের পায়ে চিড় ধরেছে। ছয় মাসের জন্য ওকে পাওয়া যাবে না। চিকিৎসকেরা চেষ্টা করছেন যাতে ব্যথার ওষুধ খাইয়ে ওকে ব্যাট করতে নামানো যায়।


এখনো হাঁটাচলার জন্য কারো কাঁধে ভর দিতে হচ্ছে ওকে। ব্যাটিংয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ।’ইংলিশ স্পিনার লিয়াম ডসন ম্যাচ শেষে বলেন, ‘আমি মনে করি না পন্ত এই ম্যাচে আর অংশ নিতে পারবে।’ অপরদিকে, ঘটনাস্থলে থাকা ভারতের তরুণ ব্যাটার সাই সুদর্শন বলেন, ‘ও অনেক ব্যথায় ছিল।’

বিসিসিআইয়ের মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে পন্ত পরে ব্যাট করতে পারবেন কিনা। তবে উইকেটকিপিং যে একেবারেই সম্ভব নয়, তা নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট।



    জনপ্রিয়

    সর্বশেষ