বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

তথ্যপ্রযুক্তি

এবার ডিপসিকের থেকেও শক্তিশালী এআই মডেল প্রকাশ করলো চীন

Picture of the author

24 Bangladesh

১৪ জুলাই, ২০২৫ | 9:33 AM

Picture of the author

ডিপসিকের পর এবার আরও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্মোচন করলো নতুন চীনা প্রতিষ্ঠান মুনশট এআই। নতুন প্রতিযোগিতার এই বাজারে টিকে থাকতে শুক্রবার (১১ জুলাই) ‘কিমি কে টু’ নামের মডেলটি প্রকাশ করেছে তারা। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।


মুনশট এআই জানিয়েছে, এই মডেলটির এক ট্রিলিয়ন প্যারামিটার আছে। ফলে এটি ব্যাপক পরিমাণ তথ্য নিয়ে কাজ করতে পারে। বিশেষ নকশার কারণে এটি কোডিং, বিভিন্ন ধরনের কাজ পরিচালনা এবং অন্য সফটওয়্যারের সঙ্গে সহজে যুক্ত হতে পারে। ফলে, এটি জটিল কাজগুলোকে খুব সহজে ভেঙে বিশ্লেষণ করতে পারে।


নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের এআই মডেলগুলোর মতোই শক্তিশালী তাদের কিমি কেটু। এমনকি, চীনেরই আরেকটি ওপেন সোর্স মডেল ডিপসিক ভার্সন-৩ থেকেও এটি বেশি ভালো কাজ করে।


মজার বিষয় হলো, চীনা প্রতিষ্ঠানগুলো সবার জন্য তাদের মডেল উন্মুক্ত করে দিচ্ছে। এতে সবাই এগুলো ব্যবহার করে পরবর্তীতে উন্নত করতে পারবে।






    জনপ্রিয়

    সর্বশেষ