জাতীয়
24 Bangladesh
১৩ জুলাই, ২০২৫ | 2:31 PM
রাজধানীর শাহবাগ মোড়ে নির্মিত স্থাপনাটি ভেঙে দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এটি প্রজন্ম চত্বর হিসেবে পরিচিত ছিল। গত শনিবার দিবাগত রাতে এই স্থাপনা ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়া ঠিক থাকলে রোববার দিবাগত রাতের মধ্যে পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হবে।
আজ রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, স্থাপনাটি ভেঙে ফেলার কাজ শুরু হলেও পুরোপুরি শেষ হয়নি। উৎসুক অনেকে সেখানে এসে ছবি তুলছেন। কেউ কেউ ফেসবুক লাইভও করছেন।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে শাহবাগ মোড়ে নির্মিত স্থাপনাটি তাঁরা ভেঙে দিচ্ছেন। সেখানে নতুন করে স্থাপনা তৈরি হবে। কী ধরনের স্থাপনা তৈরি হবে জানতে চাইলে তিনি বলেন, পূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে তিনি শুনেছেন সরকার দেশের ৬৪টি জেলায় যে ‘জুলাই মনুমেন্ট’ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল, এর মধ্যে ঢাকারটি শাহবাগের যে অংশে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল, সেখানে তৈরি করা হবে।
পরে সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৮ সালে আওয়ামী লীগের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওন সিটি করপোরেশন থেকে অনুমতি নিয়ে এই স্থাপনা নির্মাণ করেছিলেন। বিজ্ঞাপন প্রচারের জন্য বাণিজ্যিক উদ্দেশ্যে প্রথমে ওই জায়গা বরাদ্দ নিয়ে নিজ খরচে সেখানে এই স্থাপনা তৈরি করেন। এটি তৈরির পর সেখানে বসানো ডিজিটাল স্ক্রিন থেকে বিকট শব্দ আসার কারণে এবং অতিরিক্ত আলোতে মানুষের সমস্যা হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শাহবাগ জাদুঘর কর্তৃপক্ষ স্ক্রিনটি সরিয়ে ফেলার অনুরোধ জানায়। কিন্তু প্রভাব খাটিয়ে তিনি এটি সরাননি। পরে সিটি করপোরেশন সেখান থেকে ডিজিটাল স্ক্রিনটি খুলে ফেলে। এরপর ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেন নুরুন্নবী চৌধুরী শাওন। সেই মামলা এখনো চলছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
এটি ভেঙে ফেলার আগে কয়েক বছর ধরে এই স্থাপনা অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। পূর্ত মন্ত্রণালয় এটি ভেঙে সেখানে এখন জুলাই মনুমেন্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।