শুক্রবার, ১০ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 25, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

মিরপুরে কালো ব্যান্ড হাতে খেলতে নামবে বাংলাদেশ

Picture of the author

24 Bangladesh

২২ জুলাই, ২০২৫ | 5:44 AM

Picture of the author

উত্তরায় মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির শোক ছুঁয়ে যায় পুরো ক্রিকেট দলের মধ্যে। টেলিভিশনে চোখ রেখে খবরের আপডেট নিতে থাকেন লিটনরা। ফেসবুক স্ট্যাটাসেও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান অনেকে। তারা সিদ্ধান্ত নিয়েছেন আজ মিরপুরে কালো ব্যান্ড হাতে খেলতে নামবেন। বিসিবি জানিয়েছে, এদিন মাঠে বাজবে না কোন মিউজিক। এক মিনিট নিরবতা পালন করবে দু’দল।


এদিন রুটিনের বাইরে গিয়ে মাঠে এসেছিলেন তাওহীদ হৃদয়। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে ইনডোরের পাশের নেটে লম্বা ব্যাটিং সেশন করেন তিনি। মূলত জড়তা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা ছিল তাঁর। কারণ, শ্রীলঙ্কা সফর থেকে সেট হলেও ইনিংস লম্বা করতে পারছেন না। সেখান থেকে বের হয়ে আসতেই একান্তে ব্যাটিং নিয়ে কাজ করা হৃদয়ের। 


সালমান আগাদের ব্যস্ততা ছিল প্রথম ম্যাচে হারের ব্যবচ্ছেদ করা নিয়ে। পারফরম্যান্স অ্যানালিস্ট কোচের কাছ থেকে ভিডিও বিশ্লেষণ করে দেখে নিয়েছেন নিজেদের ভুলত্রুটিগুলো। আজকের ম্যাচে যাতে একই ভুল না হয় সেদিকে মনোযোগ ছিল সফরকারীদের। কারণ, ভুল করলে বাংলাদেশের কাছে ম্যাচ ও সিরিজ দুই হারাতে হবে।

স্বাভাবিকভাবে পাকিস্তান যেমন সিরিজ বাঁচাতে মরিয়া হয়ে খেলবে, তেমনি বাংলাদেশের চেষ্টা থাকবে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে ফেলা। জিততে পারলে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি২০ সিরিজ জয়ের ইতিহাস লেখা হবে।

রোববার রাতে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে উইকেটের সমালোচনা করা মাইক হেসন নিশ্চয়ই নিজের দলকে নতুন কোনো কৌশল দেওয়ার চেষ্টা করবেন। স্লো ও লো উইকেটে ধরে খেলার কৌশল থাকতে পারে তাতে। প্রথম ম্যাচে ভুলটা হয়েছে মূলত কোচ হেসনের। ফখর জামানকে চার-ছয় মারতে দেখে ড্রেসিংরুম থেকে শট খেলার নির্দেশ দিয়েছিলেন তিনি। যেটি পরাজয়ের পথে নিয়ে গেছে পাকিস্তানকে। বাংলাদেশ এদিক থেকে স্মার্ট ক্রিকেট খেলেছে। কন্ডিশন বুঝে লিটন কুমার দাস আগে বোলিং নিয়েছিলেন। বোলাররা সুযোগটাকে ভালোভাবে কাজে লাগাতে পেরেছেন। বিশেষ করে তিন পেসার রান দেওয়ায় ছিলেন কৃপণ।

 

বৃষ্টির কারণে প্রথম ম্যাচের উইকেট কিছুটা স্লো হলেও গতকাল রোদ ঝলমলে দিন গেছে। কিউরেটর গামিনী ডি সিলভা চাইলেই উইকেট রোদে শুকাতে পারতেন। তিনি সেখানে চট দিয়ে ঢেকে রেখেছিলেন পুরো সময়। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন চট সরিয়ে দেখে নেন পিচের সারফেস। গামিনীর সঙ্গে কথা বলে উইকেটের ভেতরটাও পড়ে নেওয়ার চেষ্টা ছিল তাঁর। তিনি হয়তো টিম ম্যানেজমেন্টকে শেষ ম্যাচের একাদশ খেলানোর অনুরোধ জানাবেন। কারণ, বোলিং-ব্যাটিং দুটিই ভালো ছিল জয়ের ম্যাচে।


 যদিও দুই টপঅর্ডার ব্যাটার তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস সেট হতে পারেননি। আজ ওপেনিং জুটির কাছে ভালো শুরু আশা করবে দল। লিটনের কাছে ভালো পারফর‍ম্যান্স সবারই কাম্য। কারণ, অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিলে সাফল্যের হার বেড়ে যাবে। মিরপুরভীতি একপাশে রেখে হয়তো বড় ইনিংস খেলার চেষ্টা করবেন তিনি। বাংলাদেশের অপরিবর্তিত দল নিয়ে খেলার পরিকল্পনা থাকলেও পাকিস্তানের একাদশে এক বা দুটি পরিবর্তন দেখা যেতে পারে। সেটি হতে পারে মিডলঅর্ডারে।

    জনপ্রিয়

    সর্বশেষ