Logo
শনিবার, ১৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 2, 2025
শনিবার, ১৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 2, 2025
আজকের শিরোনাম:

বিনোদন

ক্যাটি পেরি ও জাস্টিন ট্রুডো কি প্রেম করছেন?

Picture of the author

24 Bangladesh

৩০ জুলাই, ২০২৫ | 9:54 AM

Picture of the author

পপ তারকা ক্যাটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সম্প্রতি মন্ট্রিয়ালে একান্ত ডিনার ও পার্কে হেঁটে সময় কাটাতে দেখা গেছে। ঘটনাটি ঘটে সোমবার রাতে (২৯ জুলাই)। আর তখন থেকেই শুরু হয়েছে তাদের প্রেম নিয়ে জোর গুঞ্জন। চারদিকে আলোচনা হচ্ছে, তারা কি প্রেম করছেন?

টিএমজেডের তথ্য অনুযায়ী, তারা ডিনার করেন মন্ট্রিয়ালের একটি অভিজাত ফরাসি রেস্টুরেন্ট লে ভায়োলোনে। সেখানে প্রায় পুরো সন্ধ্যা জুড়েই দুজনকে গভীর কথোপকথনে মগ্ন দেখা যায়। এক প্রত্যক্ষদর্শীর মতে, পেরি মাঝেমধ্যে ঝুঁকে ট্রুডোর কথা শুনছিলেন। তার চোখেমুখে ছিল গভীর আগ্রহ।


তারা একসঙ্গে ককটেল পান করেন এবং কিছু খাবার শেয়ার করেন। যার মধ্যে একটি লবস্টার এন্ট্রি ছিল বলে জানা গেছে। রেস্টুরেন্টের একজন প্রতিনিধি পিপলকে জানান, ‘ক্যাটি ও জাস্টিন খুবই চমৎকার একটি সন্ধ্যা কাটিয়েছেন। তারা ছিলেন ভদ্র ও বন্ধুসুলভ, এবং আমাদের কর্মীদের সঙ্গে অসাধারণ ব্যবহার করেছেন।’

ডিনারের আগে মাউন্ট রয়্যাল পার্কে তাদের একসঙ্গে হেঁটে বেড়াতে দেখা যায়। টিএমজেড প্রকাশিত ছবিতে দেখা গেছে, ট্রুডোর পরনে ছিল জিন্স, নেভি-রঙা টি-শার্ট ও ক্যাপ; আর পেরি পরেছিলেন জিন্স, সাদা টপ, সাদা ফ্ল্যাট জুতা এবং সান হ্যাট।


পুরো সময়জুড়ে নিরাপত্তার বিষয়েও ছিল কড়াকড়ি। লে ভায়োলোনে অবস্থানকালে নিরাপত্তারক্ষীরা নীরবে বারে বসে ছিল এবং আয়নার পেছন দিয়ে তাদের নজরদারি করছিল। তবুও রেস্টুরেন্টের কর্মীরা অতিথিদের গোপনীয়তা রক্ষা করে যথাসাধ্য স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা করেছেন।

খাবার শেষে ক্যাটি ও ট্রুডো দুজনেই নিজে গিয়ে রান্নাঘরের কর্মীদের ধন্যবাদ জানান। তখন রেস্টুরেন্টের প্রধান রন্ধনশিল্পী ড্যানি স্মাইলস এসে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।


সম্প্রতি ক্যাটি পেরি বিচ্ছেদ ঘটিয়েছেন তার দীর্ঘদিনের সঙ্গী অরল্যান্ডো ব্লুমের সঙ্গে। ৯ বছর ধরে একসঙ্গে ছিলেন তারা। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে চার বছর বয়সী।

অন্যদিকে জাস্টিন ট্রুডো ২০২৩ সালে স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো-র সঙ্গে ১৮ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানেন। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকেও সরে দাঁড়ান এবং এরপর থেকে অপেক্ষাকৃত নীচু প্রোফাইলে রয়েছেন।

তবে সত্যিই কি ক্যাটি ও ট্রুডোর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠছে নাকি এটি শুধুই বন্ধুত্বের বহিঃপ্রকাশ। সে প্রশ্নের উত্তর এখনই মিলছে না। সময়ই হয়তো বলবে, এই যুগল শুধুই গুঞ্জন না কি সত্যি কোনো নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন।






    জনপ্রিয়

    সর্বশেষ