বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

রক্তমাখা ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, এক ব্যক্তি গ্রেপ্তার

Picture of the author

24 Bangladesh

২৮ জুন, ২০২৫ | 12:14 PM

Picture of the author

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রক্তমাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ায় মো. আলমগীরকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রক্তমাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ায় মো. আলমগীরকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।


 শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আলমগীর ফটিকছড়ি উপজেলার জাফরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহসিন বাড়ির মৃত চুন্ন মিয়ার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আলমগীর রক্তমাখা একটি ধারালো ছুরি হাতে নিয়ে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছেন। 

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, ঘটনার পরপরই আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। ভিডিও’র সূত্র ধরে শুক্রবার রাতে আলমগীরকে আটক করা হয়। পরে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পেছনে কোনো উসকানি কিংবা ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আলমগীরের মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিশ্লেষণ করা হবে।




    জনপ্রিয়

    সর্বশেষ