রাজনীতি
24 Bangladesh
২১ জুলাই, ২০২৫ | 9:41 AM
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে।
বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া নারী ও শিশুসহ অন্তত ২৬ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। এ দুর্ঘটনায় বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।
বিমান বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে সশস্ত্র বাহিনীও। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। তাদের সহায়তা করছেন স্থানীয়রা।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিএনপির স্বাস্থ্য টিমকে আহতদের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।
দুর্ঘটনাটির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর লোকজন ছোটাছুটি করছে।