বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

রাজনীতি

নতুন করে আরেক ফ্যাসিস্ট জন্ম নিয়েছে: ফয়জুল করীম

Picture of the author

24 Bangladesh

২৪ জুন, ২০২৫ | 6:56 AM

Picture of the author

ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করে জিতেছি কিন্তু নতুন আরেক ফ্যাসিস্ট জন্ম নিয়েছে- এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করে জিতেছি কিন্তু নতুন আরেক ফ্যাসিস্ট জন্ম নিয়েছে- এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।


সোমবার সন্ধ্যায় নীলফামারী বড় মাঠে ‘প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন দাবিতে এবং ইসলামবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখা আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

 

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হবে।

গরিবের রিলিফের চাল একটি দলের নেতার গুদামে পাওয়া যাচ্ছে দাবি করে শায়েখে চরমোনাই বলেন, গরিব-দুঃখী ও মেহনতি মানুষের মুখের খাবার যারা কেড়ে নেয়; এ দেশের জনগণ তাদের দ্বিতীয়বার আর ক্ষমতায় যেতে দেবে না।

প্রতিবেশী দেশ ভারতকে উদ্দেশ্য করে ফয়জুল করীম বলেন, বাংলাদেশিরা বীরের জাতি। কারও রাঙ্গা চক্ষুকে ভয় পায় না। বাংলাদেশের বন্দর বন্ধ বা সেভেন সিস্টার নিয়ে রাজনীতি শুরু করলে ভারতের পেটে ভাত থাকবে না। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সুসম্পর্ক থাকবে, তবে কোনো গোলামী করা চলবে না।

ভারতের দালালি করে আর ক্ষমতায় আসা যাবে না মন্তব্য করে তিনি বলেন, ভারতের দালালি করে যারা ক্ষমতায় আসতে ও থাকতে চায় তাদের বাংলাদেশে থাকা হবে না, যারাই ভারতে দালালি করবে তাদের ভারতে পাঠিয়ে দেওয়া হবে।

বক্তব্য শেষে নীলফামারী-২ আসনে অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, নীলফামারী-৩ আসনে আলহাজ্ব আমজাদ সরকার ও নীলফামারী-৪ আসনে আলহাজ্ব শহীদুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন মুফতি ফয়জুল করীম।

দলটির জেলা সভাপতি মুহাম্মাদ ইয়াসীন আলীর সভাপতিত্বে বক্তব্য দেন দলের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম. হাছিবুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মাদ আবু তালহা ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার প্রমুখ।



    জনপ্রিয়

    সর্বশেষ