স্বাস্থ্য
24 Bangladesh
২৩ জুন, ২০২৫ | 9:56 AM
ভারতে ভিসাসেবা বন্ধ থাকায় বাংলাদেশিরা যাতে চীনে সহজে চিকিৎসা নিতে পারেন, সে জন্য চীনের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ সরকার। এরপর থেকে চীনের বাংলাদেশ দূতাবাস চিকিৎসা ভিসা সহজ করতে নানা পদক্ষেপ নিয়েছে।
চীনের দূতাবাস জানায়, চিকিৎসা ভিসার জন্য ‘গ্রিন চ্যানেল’ চালু করা হয়েছে। এখন ভিসা পাওয়ার জন্য দরকারি কাগজপত্র সহজভাবে জমা দেওয়া যাবে। অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলো ব্যাংকের সলভেন্সি সার্টিফিকেট ও আত্মীয়তার প্রমাণপত্র দিতে পারবে। এসব কাগজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করার প্রয়োজন নেই।
ভিসা সংক্রান্ত সহযোগিতার জন্য একটি হটলাইন (০২২২২২৬০১০৩, ০১৭০৮৪৬৪৮০৯) ও একটি হোয়াটসঅ্যাপ নম্বর (০১৮৮৫০৪১৩৬৪) চালু করা হয়েছে। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের প্রাসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় ভিসা সেন্টারে আলাদা কাউন্টার চালু করা হয়েছে। অনলাইনে আবেদন করলে অগ্রাধিকার দেওয়া হবে এবং দ্রুত ভিসা দেওয়া হবে।
জরুরি চিকিৎসার জন্য আবেদনকারীরা ‘গ্রিন চ্যানেল’ সুবিধায় একই দিনে ভিসা পাবেন। শারীরিকভাবে উপস্থিত হওয়া না গেলে ট্রাভেল এজেন্সির গ্যারান্টি লেটারে দূর থেকে ইন্টারভিউ দেওয়ার সুযোগও থাকবে।
চীনের হাসপাতালগুলো অভিজ্ঞ হওয়ায় বাংলাদেশিদের চীনে চিকিৎসা নেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। কোনো নির্দিষ্ট হাসপাতাল বেঁধে দেওয়া হয়নি। ট্রাভেল এজেন্সিগুলো ভিসার কাগজপত্র তৈরিতে সহায়তা করতে পারবে।
এই সুবিধা নিতে চাইলে নিকটস্থ অনুমোদিত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।