বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনের যাত্রীকে মারধর, থানায় অভিযোগ

Picture of the author

24 Bangladesh

২৭ জুন, ২০২৫ | 6:23 AM

Picture of the author

যাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে খুলনাগামী আন্তঃনগর ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনে দায়িত্বরত ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের (ট্রাভেলস টিকিট এক্সামিনার—টিটিই) বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার ওই যাত্রী সৈয়দপুর রেলওয়ে থানায় টিটিই রায়হান কবিরের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।

যাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে খুলনাগামী আন্তঃনগর ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনে দায়িত্বরত ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের (ট্রাভেলস টিকিট এক্সামিনার—টিটিই) বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার ওই যাত্রী সৈয়দপুর রেলওয়ে থানায় টিটিই রায়হান কবিরের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী ওই যাত্রীর নাম মোহাম্মদ ফজলে রাব্বী। তিনি আরআরপি অ্যাগ্রো ফার্মের নীলফামারীর সৈয়দপুর অফিসের প্রোডাকশন অফিসার হিসেবে কর্মরত আছেন। দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের বাসিন্দা তিনি।

ভুক্তভোগী রাব্বীর অভিযোগ, অফিসের কাজে বুধবার সকাল ১০টার দিকে পার্বতীপুর স্টেশন থেকে তিনি ফুলবাড়ী যাচ্ছিলেন। স্টেশনে পৌঁছামাত্রই ট্রেন এসে পড়ায় ভেতরে দ্রুত উঠে পড়েন। ভেতরে টিকিট কেটে নেওয়ার সময় টিটিই রায়হান কবির তার কাছে অতিরিক্ত ভাড়া চান। টিটিই পার্বতীপুর থেকে ফুলবাড়ী স্টেশনের ভাড়া হিসেবে ২০০ টাকা দাবি করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাব্বীকে টিটিই রায়হান টেনেহিঁচড়ে এসি বগির ফাঁকা কেবিনে নিয়ে চড়-থাপ্পড় ও লাথি মারেন। পুলিশের ভয়ভীতি দেখিয়ে তিনি পার্বতীপুর-ফুলবাড়ী পর্যন্ত ১০০ টাকা বাড়তি ভাড়া আদায় করেন।

এ সময় রাব্বী রেলওয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। তারা রেলওয়ে থানায় আইনি পদক্ষেপ গ্রহণ করতে বলেন।

তবে অভিযোগ অস্বীকার করে টিটিই রায়হান কবির বলেন, বুধবার রূপসা এক্সপ্রেস ট্রেনে কোনো যাত্রীর সঙ্গে এ ধরনের ঘটনা ঘটেনি। তার বিরুদ্ধে এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রূপসা ট্রেনে নির্যাতনের শিকার ওই যাত্রী দুপুরের পর থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে ঘটনাটি পার্বতীপুর রেলওয়ে থানার আওতায় হওয়ায় তাকে সংশ্লিষ্ট থানায় মামলা করতে বলা হয়েছে।


    জনপ্রিয়

    সর্বশেষ