বুধবার, ৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 23, 2025
Logo
আজকের শিরোনাম:

বিনোদন

সারাদেশে সিনেমা হল বন্ধ

Picture of the author

24 Bangladesh

২২ জুলাই, ২০২৫ | 9:13 AM

Picture of the author

উত্তরার দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছে অন্তত ২০০ জন।


এই ঘটনায় এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে মঙ্গলবার (২২ জুলাই) সারা দেশের সকল সিনেমা হল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সংগঠনটির সেক্রেটারি আওলাদ হোসেন সোমবার (২১ জুলাই) রাতে এক লিখিত বিবৃতি দিয়ে এই অনুরোধ জানান।


বিবৃতি দিয়ে তিনি বলেন, উত্তরার দিয়াবাড়ীতে বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের মৃত্যু ও আহতদের ঘটনায় চলচ্চিত্র প্রদর্শক সমিতি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সুচিকিৎসা ও দ্রুত সেরে উঠতে দোয়া প্রার্থনা করা হয়।


সিনেমা হল বন্ধের আহবান জানিয়ে বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সঙ্গে একাত্মতা ও সহমর্মিতা প্রকাশ করে দেশের সব সিনেমা হলের সকল প্রদর্শনী আগামীকাল বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি।

    জনপ্রিয়

    সর্বশেষ