Logo
বুধবার, ২২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 6, 2025
বুধবার, ২২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 6, 2025
আজকের শিরোনাম:

প্রবাস

রোমে পালিত হলো 'রেমিট্যান্স যোদ্ধা দিবস'

Picture of the author

24 Bangladesh

৩ আগস্ট, ২০২৫ | 7:16 AM

Picture of the author

অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ দূতাবাস, রোম-এ ২ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে 'রেমিট্যান্স যোদ্ধা দিবস'।


দিনটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সরকার প্রযোজিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।

দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনীতে জুলাই গণআন্দোলনে যুব সমাজের অংশগ্রহণ ও রাজনৈতিক পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিক ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন। তাঁরা একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং প্রবাসীদের স্বার্থরক্ষায় সরকারের কার্যকর ভূমিকা কামনা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক বলেন,'জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আন্দোলনে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'

তিনি বৈধপথে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের অবদানের জন্য সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা এবং গত এক বছরে সরকার নেওয়া প্রবাসীবান্ধব নানা উদ্যোগ তুলে ধরেন।


রাষ্ট্রদূত জানান, অভিবাসী কর্মীদের প্রবাসে এবং দেশে ফেরার পর সুরক্ষিত জীবনযাপনের জন্য সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। তিনি প্রবাসীদের আহ্বান জানান জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার।


    জনপ্রিয়

    সর্বশেষ