বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

বিনোদন

সিআইডিতে অভিনয় করে এপিসোড প্রতি কত টাকা নেন দয়া-অভিজিৎরা

Picture of the author

24 Bangladesh

১৫ জুলাই, ২০২৫ | 8:27 AM

Picture of the author

দীর্ঘ ২১ বছর ধরে ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয়তার শীর্ষে ধারাবাহিক ক্রাইম ইনভেস্টিগেশন ‘সিআইডি’। দর্শক মাতানো এই সিরিয়ালের অভিনেতারা প্রতি এপিসোডে কত পারিশ্রমিক নেন, তা নিয়ে ভক্তদেরও জানার আগ্রহের কমতি নেই।


সম্প্রতি পিংকভিলা এই সিরিজের প্রধান অভিনেতাদের পারিশ্রমিকের তালিকা প্রকাশ করেছে।

তালিকা অনুযায়ী, ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে থাকা এসিপি প্রদ্যুমন চরিত্রে অভিনয় করা শিবাজী সাতাম নেন প্রতি এপিসোডে প্রায় ১ লাখ রুপি। ইনস্পেক্টর দয়া চরিত্রে অভিনয় করা দয়ানন্দ শেঠি এবং ইনস্পেক্টর অভিজিৎ চরিত্রে অভিনয় করা আদিত্য শ্রীবাস্তব পান ৮০ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত।



এছাড়া ইনস্পেক্টর ফ্রেডরিকস চরিত্রে অভিনয় করা দিনেশ ফড়নিস নেন প্রায় ৭০ হাজার রুপি। ফরেনসিক এক্সপার্ট ড. সলুখে চরিত্রে অভিনয় করা নরেন্দ্র গুপ্ত এবং ড. তারিকা চরিত্রে অভিনয় করা শ্রদ্ধা মুসালে নেন প্রায় ৪০ হাজার রুপি করে প্রতি এপিসোডে।

সিরিজের অন্যান্য অভিনেতাদের মধ্যে সাব-ইনস্পেক্টর পূরবী, পঙ্কজ, তাসা ও শ্রীয়ারা নেন ৪০ হাজার থেকে ৫০ হাজার রুপি পর্যন্ত পারিশ্রমিক।



প্রসঙ্গত, ১৯৯৮ সালের ২১ জানুয়ারি ‘সিআইডি’ এর সম্প্রচার শুরু হয়। ২০১৮ সালের ২৭ অক্টোবর এ সিরিয়ালের প্রথম মৌসুমের শেষ পর্ব প্রচার হয়। টানা ২০ বছরে ১ হাজার ৫৪৭টি পর্ব সম্প্রচারিত হয়। ২০২৪ সালের ২১ ডিসেম্বর এ সিরিয়ালের দ্বিতীয় মৌসুমের প্রচার শুরু হয়।




    জনপ্রিয়

    সর্বশেষ