বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

জাতীয়

রাজধানীর টেকনিক্যাল মোড়ে বাসচাপায় পথচারী নিহত

Picture of the author

24 Bangladesh

২৭ জুন, ২০২৫ | 8:13 AM

Picture of the author

রাজধানীর টেকনিক্যাল মোড়ে সিগন্যাল চলাকালীন ঢাকা-কুষ্টিয়া রুটের এসবি সুপার ডিলাক্স পরিবহণের একটি বাস হুট করে রোড ডিভাইডারে তুলে দেয়। এতে রোড ডিভাইডারের উপরে দাঁড়িয়ে থাকা এক পথচারী ঘটনাস্থলে বাসচাপায় নিহত হয়েছেন।

রাজধানীর টেকনিক্যাল মোড়ে সিগন্যাল চলাকালীন ঢাকা-কুষ্টিয়া রুটের এসবি সুপার ডিলাক্স পরিবহণের একটি বাস হুট করে রোড ডিভাইডারে তুলে দেয়। এতে রোড ডিভাইডারের উপরে দাঁড়িয়ে থাকা এক পথচারী ঘটনাস্থলে বাসচাপায় নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২৭ জুন) বেলা পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আরো একজন গুরুতর আহত হন। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম (পথচারী) বলেন, ভিআইপি মুভমেন্টের কারণে তখন রাস্তায় সিগন্যাল চলছিল। আমরা কয়েকজন হেঁটে রাস্তা পার হচ্ছিলাম। হুট করে বাসটি দ্রুতগতিতে এসে আইল্যান্ডের উপরে তুলে দেয়। আমি খুব কাছেই ছিলাম। যিনি একদম আইল্যান্ডের উপরে ছিলেন তার উপর বাসটি উঠে যায় এবং বাসচাপায় তিনি সঙ্গে সঙ্গে মারা যান। আরেকজন মারাত্মক আঘাত পেয়েছেন।

ভিআইপি মুভমেন্ট থাকায় ঘটনার সময় অনেক পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন।

মিরপুর ট্রাফিক জোনের ট্রাফিক ইনচার্জ (টিআই) আমজাদ হোসেন বলেন, ভিআইপি মুভমেন্টের কারণে সে সময় রাস্তায় সিগন্যাল চলছিল। হুট করে বাসটি এসে আইল্যান্ডে উঠে যায়। এতে এক পথচারী নিহত হন।

দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য বলেন, আমরা কয়েকজন রাস্তার উপরে ডিউটি করছিলাম। হুট করে বাসটি এসে আইল্যান্ডের উপরে উঠে যায়। অল্পের জন্য আমরা রক্ষা পেয়েছি।






    জনপ্রিয়

    সর্বশেষ