বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

বিনোদন

একই বার্থে শুয়ে রোমান্সে মজলেন কাঞ্চন-শ্রীময়ী

Picture of the author

24 Bangladesh

২৩ জুন, ২০২৫ | 5:50 AM

Picture of the author

বর্ষায় পাহাড়ের টানে তিলোত্তমা ছেড়েছেন ওপার বাংলার তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। তাদের কালিম্পং ভ্রমণের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, বর্ষার অপরূপ সৌন্দর্য।

বর্ষায় পাহাড়ের টানে তিলোত্তমা ছেড়েছেন ওপার বাংলার তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। তাদের কালিম্পং ভ্রমণের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, বর্ষার অপরূপ সৌন্দর্য।


শ্রীময়ী চট্টোরাজের শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, ট্রেনের আপার বার্থে মায়ের সঙ্গে হাসিমুখে বসে আছে ছোট্ট কৃষভি। নেটিজেনদের অনেকেই মনে করছেন, কাঞ্চন-শ্রীময়ী তাদের এই যাত্রা করছেন ট্রেনের ফার্স্ট ক্লাসে।


এর আগেও কৃষভিকে নিয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। তখন অবশ্য সে ছিল খুবই ছোট। গত নভেম্বরে কৃষভির জন্মের মাত্র দেড় মাসের মাথায় ডিসেম্বরে পেলিংয়ে গিয়েছিলেন।

প্রসঙ্গত, কাঞ্চনের জীবনের নানা উত্থান-পতনে শ্রীময়ী সবসময় পাশে ছিলেন। ২০২৪ সালের জানুয়ারিতে দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরপরই কাঞ্চন বিয়ে করেন শ্রীময়ীকে।

    জনপ্রিয়

    সর্বশেষ