মঙ্গলবার, ৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 22, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে মা-স্ত্রী গ্রেপ্তার

Picture of the author

24 Bangladesh

২২ জুলাই, ২০২৫ | 5:27 AM

Picture of the author

সাতক্ষীরার তালায় পারিবারিক কলহের জেরে হাবিবুর রহমান মোড়ল (৩০) নামে মাদকাসক্ত এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে তালা থানা পুলিশ। 

গতকাল সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আটারই গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে।


নিহতের স্বজনরা জানান, হাবিবুর পেশায় ভ্যানচালক হলেও ছিলেন মাদকাসক্ত ও কিছুটা মানসিক ভারসাম্যহীন। প্রতি রাতে মাদক সেবন করে বাড়ি ফিরে নানা কারণে পরিবারের সদস্যের সঙ্গে ঝগড়া-বিবাদ করতেন। ঘটনার রাতে মোটরসাইকেল কিনে দেওয়ার দাবিতে স্ত্রী শান্তা খাতুনের সঙ্গে বাগবিতণ্ডা শুরু করেন।


একপর্যায়ে স্ত্রীকে মারধর শুরু করলে তার মা ঠেকাতে এলে তাকেও মারপিট করেন। এ সময় হাবিবুর ধারালো হাঁসু (ঘাস কাঁটার অস্ত্র) দিয়ে নিজের হাত কাটতে গেলে মা ও স্ত্রী বাধা দেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে হাঁসুটি প্রথমে তার কপালে লাগে ও পরে গলার ভেতরে ঢুকে যায়।
ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় কোনো কিছুই দেখা যায়নি।


কিছুক্ষণ পর তার মা ও স্ত্রী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষণা করেন।


তালা থানার ওসি মো. মাঈনুদ্দীন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রাতেই নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় রাখা হয়। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    জনপ্রিয়

    সর্বশেষ