বিনোদন
24 Bangladesh
৩ আগস্ট, ২০২৫ | 10:17 AM
আজ বিশ্ব বন্ধু দিবস। বন্ধুত্বের গল্প নিয়ে শিশু-কিশোরদের সিনেমা ‘দীপু নাম্বার টু’ দেখা যাবে ছোটপর্দায়। নব্বই দশকের জনপ্রিয় এই সিনেমাটি চ্যানেল আই প্রচার করবে আজ দুপুর ৩টা ৫মিনিটে।
মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস অবলম্বনে ‘দীপু নাম্বার টু’ সিনেমাটি বানিয়েছিলেন মোরশেদুল ইসলাম। সিনেমার নাম রাখা হয় উপন্যাসের নামেই। ১৯৯৬ সালে মুক্তির পর ‘দীপু নাম্বার টু’ ব্যবসাসফল চলচ্চিত্র হিসেবে জায়গা করে নেয়।
সিনেমায় মূল চরিত্র ক্লাস এইটে পড়া কিশোর দীপু। বাবার সরকারি চাকরির সুবাদে তাদের থাকতে হয় দেশের বিভিন্ন জেলায়। তাই বিভিন্ন জেলার স্কুলে পড়ার জন্য দীপুর বন্ধুও অনেক। বছর শেষে দীপুর বাবা বদলি হয়ে যখন নতুন জায়গায় যান, ক্লাসের বন্ধুদের ছেড়ে যেতে কষ্ট হয় দীপুর। তবে দীপুর কাছে তার বাবাই হলেন সব কিছু। বাবার বদলির জন্য পাহাড়ি অঞ্চলে এসে নতুন একটি স্কুলে ভর্তির হওয়ার পর তারেক নামের এক সহপাঠীর সঙ্গে দীপুর প্রথমে ঝগড়া ও মারামারি হলেও ধীরে ধীরে তারা বন্ধু হয়ে ওঠে এবং জড়িয়ে পড়ে এক অ্যাডভেঞ্চারে। দীপু-তারেক ও তাদের বন্ধুরা মিলে ধরে ফেলে মূর্তি পাচারকারীর একটি দল।
সিনেমায় দীপু চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ সাহা। এছাড়াও বুলবুল আহমেদ, ববিতা, আবুল খায়ের, গোলাম মুস্তাফা, শুভাশীষসহ আরও অনেকে অভিনয় করেন। সিনেমার সংগীত পরিচালনা করেন সত্য সাহা। এতে অভিনয়ের জন্য সেরা শিশু শিল্পী হিসেবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পান অরুণ সাহা। এছাড়াও বুলবুল আহমেদ পুরস্কৃত হন ‘সেরা পার্শ্ব চরিত্রের অভিনেতা’ হিসেবে।