Logo
রবিবার, ২৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 10, 2025
রবিবার, ২৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 10, 2025
আজকের শিরোনাম:

জাতীয়

মানিক মিয়া এভিনিউতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এর অনুষ্ঠান চলছে

Picture of the author

24 Bangladesh

৫ আগস্ট, ২০২৫ | 10:30 AM

Picture of the author

অন্তর্বর্তী সরকার ঘোষিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ঢাকার মানিক মিয়া এভিনিউতে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠান শুরু হয়েছে।


বেলা ১১টার দিকে জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাইমুম শিল্পীগোষ্ঠীর গান পরিবেশনের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। এরপর জামায়াত ঘনিষ্ঠ আরেকটি সংগঠন ‘কলরব শিল্পীগোষ্ঠী’ গান পরিবেশন করে।


সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করেছে।


এই জনসমাবেশে যেন বারবার বাগড়া দিচ্ছে বৃষ্টি। কখনও মেঘলা আকাশে আড়াল হয় সূর্য, কখনও হঠাৎ ছিটে পড়ে জলকণা। তবে এতে দমে যায়নি জনতা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পুরো এলাকাজুড়ে মানুষের ঢল নামতে শুরু করেছে।


দেখা যায়, যখনই একটু বৃষ্টি শুরু হচ্ছে, তখন অনেকেই গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, কেউবা আবার নিজেদের সঙ্গে আনা ছাতা মাথায় দিয়ে ভিজতে ভিজতে স্লোগানে অংশ নিচ্ছেন। অনেকেই কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে কিংবা গায়ে জুলাই সনদের ব্যাজ লাগিয়ে ছাতা ছাড়াই ভিজে যাচ্ছেন বৃষ্টিতে।


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।


এ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে সরকারি উদ্যোগে লোকজন আনা হয়েছে। এর মধ্যে সরকারি খরচে কয়েকটি রেলও ভাড়া করা হয়েছে






    জনপ্রিয়

    সর্বশেষ