বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

শ্রীলঙ্কার প্রথম ইনিংস থামলো ৪৫৮ রানে

Picture of the author

24 Bangladesh

২৭ জুন, ২০২৫ | 9:33 AM

Picture of the author

শ্রীলঙ্কার প্রথম ইনিংস থামলো ৪৫৮ রানে। কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে নিজেদের আধিপত্য আরও শক্ত করলো স্বাগতিকরা। দিন শুরু করেছিল ২৯০ রান ২ উইকেট নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত আর খুব বেশি এগোতে পারেনি। বাংলাদেশি স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধীরে ধীরে উইকেট হারিয়ে বসে তারা। বাংলাদেশ পিছিয়ে ২১১ রানে। তাইজুল ইসলাম একাই নেন ৫ উইকেট!

শ্রীলঙ্কার প্রথম ইনিংস থামলো ৪৫৮ রানে। কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে নিজেদের আধিপত্য আরও শক্ত করলো স্বাগতিকরা। দিন শুরু করেছিল ২৯০ রান ২ উইকেট নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত আর খুব বেশি এগোতে পারেনি। বাংলাদেশি স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধীরে ধীরে উইকেট হারিয়ে বসে তারা। বাংলাদেশ পিছিয়ে ২১১ রানে। তাইজুল ইসলাম একাই নেন ৫ উইকেট!

বাংলাদেশের পক্ষে সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠলেন বাঁহাতি স্পিনার তাইজুল। ৪২.৫ ওভার বল করে ১৩১ রানে নেন পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৭তম ইনিংসে পাঁচ উইকেট এবং দেশের বাইরে পঞ্চমবারের মতো এই কীর্তি গড়েন তিনি।

তবে দিনের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল কুশল মেন্ডিসের রান আউট। ব্যাটিং দারুণ করছিলেন তিনি, ৮৭ বলে ৮৪ রান করে জমে গিয়েছিলেন উইকেটে। সেঞ্চুরির পথে থাকা এই ডানহাতি ব্যাটার তাইজুলের শর্ট বল কাভারের দিকে ঠেলে দ্রুত দুই রান নিতে চেয়েছিলেন। প্রথম রানটি সহজেই নিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় রানে ঝুঁকি নিয়ে ফেলার পর ইবাদত হোসেনের থ্রো ধরে স্টাম্প ভেঙে দেন লিটন দাস। সেই রান আউটেই থেমে যায় তার ঝলমলে ইনিংস।

কুশলের বিদায়ের পর আর খুব বেশি প্রতিরোধ গড়তে পারেনি শ্রীলঙ্কা। ইনিংসের ১১৭তম ওভারে তাইজুলের পঞ্চম বলে মিড অনে ক্যাচ তুলে দেন আসিথা ফার্নান্দো। কোনো রান না করেই ফিরে যান তিনি। ওই ক্যাচের মাধ্যমে ইনিংস শেষ হয় স্বাগতিকদের।

প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হওয়া বাংলাদেশ এখন ২১১ রানে পিছিয়ে। ম্যাচে ফিরে আসতে হলে ব্যাট হাতে দারুণ কিছু করে দেখাতে হবে টাইগারদের। ব্যর্থতা মানেই বড় হারের মুখোমুখি হওয়ার শঙ্কা!

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১১৬.৫ ওভারে ৪৫৮ (নিসাঙ্কা ১৫৮, জয়াসুরিয়া ১০, ধানাঞ্জায়া ৭, কামিন্দু ৩৩, কুসাল ৮৪, দিনুশা ১১, রাত্নায়াকে ১০, ভিশ্ব ২*, আসিথা ০; ইবাদত ১৪-০-৫৫-০, তাইজুল ৪২.৫-৪-১৩১-৫, নাহিদ ২০-১-৯৪-১, মিরাজ ২০-১-৭৫-০, নাঈম ১৮-৪-৮৭-৩, মুমিনুল ২-০-৮-০)






    জনপ্রিয়

    সর্বশেষ