জবস
24 Bangladesh
২২ জুন, ২০২৫ | 11:06 AM
৪৮তম বিশেষ বিসিএসের আবেদন চলছে। অ্যাপিয়ার্ড (অবতীর্ণ) প্রার্থীদের জন্য আবেদনে কিছু শর্ত জুড়ে দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অ্যাপিয়ার্ড প্রার্থীর যোগ্যতার বিষয়ে ব্যাখ্যায় শর্তের বিষয়টি স্পষ্ট করা হ৪৮তম বিশেষ বিসিএসের আবেদন শেষ হবে ২৫ জুন সন্ধ্যা ছয়টায়। তাই শুধু সেসব প্রার্থীকে অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে, যাঁদের স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ের সব লিখিত পরীক্ষা ৪৮তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে; অর্থাৎ আগামী ২৫ জুনের মধ্যে সম্পূর্ণভাবে শেষ হয়েছে।