Logo
বুধবার, ২৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 13, 2025
বুধবার, ২৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 13, 2025
আজকের শিরোনাম:

সারাদেশ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে

Picture of the author

24 Bangladesh

১২ আগস্ট, ২০২৫ | 10:31 AM

Picture of the author

উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।


মঙ্গলবার (১২ জালাই) দুপুর ১২টায় লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয় ৫২.১৬ মিটার, যা বিপৎসীমা (৫২.১৫ মিটার)-এর ১ সেন্টিমিটার ওপরে।



উজানে ভারতে টানা বৃষ্টিপাত ও স্থানীয় দুই দিনের বৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গেল সপ্তাহে বিপৎসীমা অতিক্রম করে প্লাবিত হয়েছিল লালমনিরহাটের তীরবর্তী এলাকা।


পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।



ফলে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তৃতীয় দফায় পানিবন্দি হয়ে পড়েছে তিস্তাপাড়ের হাজার হাজার পরিবার। ডুবে গেছে তিস্তা চরাঞ্চলের রাস্তাঘাট ফসলের মাঠ। চরাঞ্চলের সড়ক পথের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। যোগাযোগের মাধ্যম হয়েছে নৌকা আর ভেলা। বন্যায় ডুবে যেতে বসেছে আমন ধানসহ নানান ফসলের ক্ষেত। পুকুর ডুবে যাওয়ায় ভেসে যাচ্ছে চাষিদের মাছ।


তিস্তার পানি বৃদ্ধির ফলে লালমনিরহাট জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে পাটগ্রামের দহগ্রাম, গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান, সিঙ্গামারী, সিন্দুর্না, হলদিবাড়ী, ডাউয়াবাড়ী, কালীগঞ্জের ভোটমারী, শৈইলমারী, নোহালী, আদিতমারীর মহিষখোচা, গোবর্ধন, কালমাটি, বাহাদুরপাড়া, পলাশী এবং সদর উপজেলার ফলিমারী, খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, রাজপুর, বড়বাড়ী ও গোকুন্ডা ইউনিয়নের নিচু এলাকা ঝুঁকিতে রয়েছে।


বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টায় লালমনিরহাটের হাতীবান্ধার ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয় ৫২.১৬ মিটার, যা বিপৎসীমা (৫২.১৫ মিটার)-এর ১ সেন্টিমিটার ওপরে।


গড্ডিমারী ইউনিয়নের রফিকুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে,পরিবারগুলো পানিবন্দি হয়ে পড়ছে।


আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকার আজিজুল ইসলাম বলেন, আগের দুইবারের বন্যার পানি নামতেই আবার বাড়িতে পানি ঢুকেছে, বড় বন্যার শঙ্কা রয়েছে।


সিন্দুর্না ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, পানি বিপৎসীমা অতিক্রম করলেই তার ইউনিয়নের দেড় হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়ে।


পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানান, বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে। মঙ্গলবার দুপুর ১২ টায় ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে। তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তাই এসব অঞ্চলের জনগণকে সতর্ক করা হয়েছে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

    জনপ্রিয়

    সর্বশেষ