Logo
শুক্রবার, ১৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 1, 2025
শুক্রবার, ১৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 1, 2025
আজকের শিরোনাম:

জাতীয়

নির্বাচনের প্রস্তুতির কোনো বার্তা নেই: সেনাবাহিনী

Picture of the author

24 Bangladesh

৩১ জুলাই, ২০২৫ | 11:31 AM

Picture of the author

এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে সেনাবাহিনীকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল স্টাফ শফিকুল ইসলাম।


বুধবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


কর্নেল স্টাফ শফিকুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কোনো বার্তা বা নির্দেশনা সেনাবাহিনী পায়নি। আমরা সবাই একটা বিপজ্জনক অবস্থা পার করছি, এ অবস্থা থেকে উত্তরণের জন্য সম্মিলিত সহযোগিতা দরকার।’


ব্রিফিংয়ে মিলিটারি অপারেশন্সের ডিরেক্টর ব্রিগেডিয়ার নাজিমুদ্দৌলা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তের পর মরদেহ গুমের অভিযোগ উড়িয়ে দেন। ওই দুর্ঘটনার পর যারা সাহায্য না করে ভিডিও করেছে, রিকশা চালকদের অতিরিক্ত ভাড়া নেওয়া, রাজনৈতিক নেতা-কর্মীদের ভিড় করার নিন্দা জানান তিনি।

এছাড়া ব্রিফিংয়ে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন অভিযানে অস্ত্র উদ্ধারের বিষয়ে নানা তথ্য দেওয়া হয়।


    জনপ্রিয়

    সর্বশেষ