বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফুল ছেঁড়া নিয়ে সংঘর্ষ-অগ্নিসংযোগ, আহত ৩০

Picture of the author

24 Bangladesh

২৫ জুন, ২০২৫ | 2:04 PM

Picture of the author

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ফুল ছেঁড়া নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দোকান, বাড়িঘর ভাঙচুর করা হয়। একটি বাড়িতেও আগুন দেয়া হয়। এতে পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সংঘর্ষ হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে বুধবার (২৫ জুন) সকাল থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১০-১২ দিন আগে বাহাদুরপুর গ্রামের মহাজন বাড়ি ও সরকার বাড়র মধ্যে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হলে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করা হয়। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই দুই গোষ্ঠীর ছেলেদের মধ্যে আবারো ফুটবল খেলা চলছিল। এ সময় স্থানীয় মহাজন বাড়ির নরুল হকের ছেলে ইয়াছিন পাশের একটি কবরস্থান থেকে ফুল ছিঁড়ে নিয়ে আসে। এরপর সরকার বাড়ির ফাইজুর রহমানের ছেলে আসিফ স্কুলের আঙিনা থেকে একটি ফুল ছেঁড়ে। এ সময় ফুল ছেঁড়া নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে হাতাহাতি হয়। পরববর্তীতে এ বিষয়টি গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়। 


এ সময় মহাজন বাড়ির পক্ষ মোল্লা বাড়ি, আছিরের বাড়ি এবং সরকার বাড়ির পক্ষে জাকির মিয়ার বাড়ি সংর্ঘষে অংশ নেয়। রাতে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলে ইটপাটকেলের আঘাতে তাদের ব্যবহৃত সরকারি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়।


এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।



    জনপ্রিয়

    সর্বশেষ