বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

জুলাই যোদ্ধাকে মারধর, অভিযুক্ত এএসআই বরখাস্ত

Picture of the author

24 Bangladesh

২২ জুন, ২০২৫ | 6:19 AM

Picture of the author

সিলেটে ইসলাম উদ্দিন (৩০) নামে একজন গেজেটভুক্ত জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জসিম উদ্দিনের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত এএসআইকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ ছাড়া এ ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে একজন অতিরিক্ত উপকমিশনারকে।

সিলেটে ইসলাম উদ্দিন (৩০) নামে একজন গেজেটভুক্ত জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জসিম উদ্দিনের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত এএসআইকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ ছাড়া এ ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে একজন অতিরিক্ত উপকমিশনারকে।



শনিবার (২১ জুন) ভোরে সিলেট নগরীর জিতু মিয়ার পয়েন্ট-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

ইসলাম উদ্দিন নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্ট এলাকার বাসিন্দা। একসময় তিনি সিএনজি অটোরিকশা চালাতেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘস্থায়ী শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। বর্তমানে একটি ছোট চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন বলে জানা গেছে।


সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত ইসলাম উদ্দিন বলেন, আজ (শনিবার) ফজরের নামাজের পর আমার চায়ের দোকান খুলেছিলাম। তখন হঠাৎ করে এএসআই জসিম এসে প্রশ্ন করেন, এত সকালে দোকান খোলা কেন? পরে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই আমাকে মারধর শুরু করেন ও জোর করে গাড়িতে তোলার চেষ্টা করলে আমি পরিচয় দিই যে আমি একজন গেজেটভুক্ত জুলাই যোদ্ধা। বলি, আন্দোলনে আহত হওয়ার পর এই দোকানের মাধ্যমেই সংসার চালাই। তখন তিনি বলেন, তুই যোদ্ধা! তোরা তো পুলিশ মারছিস, ফাঁড়ি জ্বালাইছিস। এরপর গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে একজন কনস্টেবলের হস্তক্ষেপে আমাকে ফেলে রেখে তারা চলে যান তারা।

এরপর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আমি সকালেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই।



    জনপ্রিয়

    সর্বশেষ