জবস
24 Bangladesh
২২ জুন, ২০২৫ | 11:11 AM
বর্তমানে প্রায় সব চাকরির প্রাথমিক ধাপেই বহুনির্বাচনি প্রশ্ন (এমসিকিউ) পরীক্ষা রয়েছে—হোক সেটা বিসিএস, ব্যাংক বা প্রাথমিক শিক্ষক নিয়োগ। সময় সীমিত, প্রশ্ন বেশি, ভুলের জন্য নেতিবাচক মার্কিং—এই বাস্তবতায় কেবল মুখস্থ আর দীর্ঘ সময় ধরে পড়ালেখা করলেই সফলতা আসে না। দরকার স্মার্ট পড়াশোনা ও পরিকল্পিত রিভিশন। এই লেখায় আমরা এমসিকিউ পরীক্ষায় উৎকর্ষ অর্জনের জন্য কার্যকর কৌশল নিয়ে আলোচনা।
এমসিকিউ পরীক্ষার চ্যালেঞ্জ
এমসিকিউ পরীক্ষা জ্ঞানের পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও মানসিক প্রস্তুতি পরীক্ষা করে। মূল চ্যালেঞ্জগুলো হলো—প্রশ্ন বেশি, সময় কম, প্রতি প্রশ্নে ৩০–৪০ সেকেন্ড মাত্র। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং। গাইড ও প্রশ্নব্যাংকের উপচে পড়া তথ্য ভেতর থেকে কী পড়বেন, সেটাই বড় প্রশ্ন। একটি বিষয় শিখে তা দীর্ঘদিন মনে রাখা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট পড়াশোনা ও পুনরাবৃত্তির কৌশল অপরিহার্য।
সিলেবাস ও প্রশ্নের ধরন বিশ্লেষণ
প্রথমেই প্রতিটি পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন ভালোভাবে জানুন। যেমন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, এবং আইসিটির ওপর প্রশ্ন থাকে। সিলেবাসের প্রতিটি বিষয়ের জন্য কত সময় বরাদ্দ করবেন, তা ঠিক করুন। একটি দৈনিক রুটিন তৈরি করুন, যেখানে দুর্বল বিষয়গুলোর জন্য বেশি সময় রাখবেন। ধরুন, আপনার গণিত দুর্বল—তাহলে সপ্তাহে ৩-৪ দিন গণিতের জন্য ২-৩ ঘণ্টা করে বরাদ্দ করুন। প্রশ্নভিত্তিক অধ্যয়ন করুন, বইভিত্তিক নয়। যে বিষয় বা অধ্যায়ে বেশি প্রশ্ন আসে, সেগুলো আগে গুরুত্ব দিন। বিগত পাঁচ বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে জানুন, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে। এই বিশ্লেষণ আপনার পড়াশোনাকে ফোকাসড করবে। সেই সঙ্গে একটি প্রশ্ন কীভাবে পরিবর্তন হয়ে ঘুরেফিরে আসে, তা বোঝার জন্য আগের বছরের প্রশ্নপত্র পড়ুন, নোট নিন।
গুরুত্বপূর্ণ টপিকে অগ্রাধিকার
প্রতিটি বিষয়ের মূল ধারণাগুলো চিহ্নিত করুন। যেমন বাংলা: গুরুত্বপূর্ণ লেখক, তাঁদের রচনা, এবং সাহিত্যিক পুরস্কার। ইংরেজি: ব্যাকরণ, শব্দভান্ডার, এবং রিডিং স্কিল বাড়ান। গণিত: শর্টকাট পদ্ধতি ও সূত্রের প্রয়োগ। সাধারণ জ্ঞান: মুক্তিযুদ্ধ, ভূগোল, সমসাময়িক ঘটনা, এবং আন্তর্জাতিক সম্মেলন ইত্যাদি। এই টপিকগুলোকে প্রাধান্য দিয়ে সময় বরাদ্দ করুন।