Logo
শনিবার, ১১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 26, 2025
শনিবার, ১১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 26, 2025
আজকের শিরোনাম:

সারাদেশ

বড়শিতে ধরা পড়লো ২৬ কেজির কোরাল, ৩৯ হাজারে বিক্রি

Picture of the author

24 Bangladesh

২৪ জুলাই, ২০২৫ | 12:05 PM

Picture of the author

কক্সবাজারের টেকনাফে ২৬ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। বুধবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে মাছটি ধরা পড়ে।

শাহপরীর দ্বীপ জেটিঘাটের বাসিন্দা মো. আব্দুল্লাহ জানান, মো. মোদাচ্ছের বড়শিতে কোরাল মাছটি ধরা পড়ে। পরে মাছটি ১ হাজার ৫ শ’ টাকা কেজি ধরে ৩৯ হাজার টাকায় মাছ ব্যবসায়ী ফারুক কিনে নেন।

বিষয়টি নিশ্চিত করে শাহপরীর দ্বীপ বাজারপাড়া জেটিঘাটের ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুল গফুর জানান, ডেইলপাড়ার মো. মোদাচ্ছের বুধবার নদীতে বড়শি ফেলেন কিন্তু দীর্ঘক্ষণ কোনো মাছ ধরা পড়েনি। ঘরে ফিরে যাওয়ার আগ মুহূর্তে আবার বড়শি ফেললে বড় একটি কোরাল মাছ ধরা পড়ে। বড়শি টেনে জেটিতে তোলা হলে স্থানীয় লোকজন ও পর্যটকেরা মাছটি এক নজর দেখার জন্য ভিড় করেন। সাবরাং ইউনিয়নের সিকদারপাড়ার বাসিন্দা ও মাছ ব্যবসায়ী মোহাম্মদ ফারুক ৩৯ হাজার টাকায় মাছটি কিনে নেন বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে জেলে মোদাচ্ছের জানান, বড়শিতে ধরা পড়া মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে ৩৯ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি। 

এ ব্যাপারে মাছ ব্যবসায়ী মোহাম্মদ ফারুক বলেন, অনেক দর-কষাকষি করে কোরাল মাছটি ৩৯ হাজার টাকায় কিনেছেন। প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকার কিছু বেশি পড়েছে। 

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে কোরাল সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে বলেও দাবি করেছেন এই মৎস্য কর্মকর্তা।


    জনপ্রিয়

    সর্বশেষ