Logo
বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 31, 2025
বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 31, 2025
আজকের শিরোনাম:

ধর্ম

তাবলিগ জামাতের বিবাদ নিরসনে কমিটি হচ্ছে: ধর্ম উপদেষ্টা

Picture of the author

24 Bangladesh

৩০ জুলাই, ২০২৫ | 11:04 AM

Picture of the author

তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটেতে একটি কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।


আজ বুধবার সচিবালয়ে ধর্ম উপদেষ্টার দপ্তরে তাবলীগের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।


বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।


ধর্ম উপদেষ্টা বলেন, তাবলীগের দুই পক্ষের বিবাদ নিরসনে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে এ কমিটি করা হবে ৷ কমিটিতে দুই পক্ষ থেকে প্রতিনিধি থাকবেন। আশা করি এই কমিটির মাধ্যমে উভয় গ্রুপ একটি সমঝোতায় উপনীত হতে পারবে। সামনে সংঘাতের পথ বন্ধ হয়ে যাবে। আমরা এটাই চাচ্ছি।


আ ফ ম খালিদ বলেন, বৈঠকে দুই গ্রুপের শীর্ষ প্রতিনিধিরা ছিলেন। আমরা তাদের চায়ের দাওয়াত দিয়েছিলাম। দুই গ্রুপের মধ্যে সমস্যা তো আছেই সেটা একটা সহনীয় পর্যায়ে আনার জন্য চেষ্টা করছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে, আলোচনা হয়েছে।


    জনপ্রিয়

    সর্বশেষ