আন্তর্জাতিক
24 Bangladesh
১০ জুলাই, ২০২৫ | 1:13 PM
রাশিয়ার ওপর আরও দ্রুত ও কার্যকর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।বৃহস্পতিবার (১০ জুলাই) ইউক্রেনের মিত্রদেশগুলোর উদ্দেশে সামাজিক মাধ্যমে এ আহ্বান জানান তিনি।
জেলেনস্কি জানিয়েছেন, রাতভর ইউক্রেনের বিভিন্ন এলাকায় ১৮টি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৪০০ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এএফপি ও বাসস এ তথ্য দিয়েছে।
জেলেনস্কি বলেন, ‘নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করতে হবে এবং রাশিয়ার ওপর চাপ এত শক্তিশালী হতে হবে যেন তারা তাদের সন্ত্রাসের পরিণতি সত্যিই অনুভব করে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, ইউক্রেনকে আরও অস্ত্র দিয়ে সাহায্য করবে তাঁর দেশ। এরপরই গত মঙ্গলবার রাতভর ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। ওই রাতে ইউক্রেনের বিভিন্ন শহরে ৭২৮টি ড্রোন ও ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া।
এর আগে ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিত করে সমালোচনার মুখে পড়ে। এখন সেই সিদ্ধান্ত বাতিল করে ইউক্রেনকে সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর ফলে ইউক্রেন দশটি প্যাট্টিয়ট ক্ষেপণাস্ত্র পেতে পারে। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেন যুক্তরাষ্ট্রের সহায়তার ওপর নির্ভরশীল।