বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

অধিনায়ক মুল্ডারের ব্যাটে ইতিহাস, টেস্টে ত্রিপল সেঞ্চুরি

Picture of the author

24 Bangladesh

৭ জুলাই, ২০২৫ | 10:44 AM

Picture of the author

বুলাওয়ায়ো টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার উইয়ান মুল্ডার। টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন তিনি।

প্রথম দিনেই ২৬৪ রান নিয়ে রেকর্ড গড়ার ইঙ্গিত দিয়েছিলেন মুল্ডার। দ্বিতীয় দিন শুরু করেই ২৯৭ বলে পূর্ণ করেন ট্রিপল সেঞ্চুরি। টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি। ভিরেন্দর শেবাগের করা ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরিই কেবল তার আগে রয়েছে।

মুল্ডার ও শেবাগ ছাড়া ৩০০ রানের ইনিংস তিনশর কম বলে পূর্ণ করতে পারেননি আর কেউ। ইংল্যান্ডের হ্যারি ব্রুক ৩১০ বলে তিনশ রানে পৌঁছে আছেন এই তালিকায় টেস্টে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এখন তিনিই। গ্রায়েম স্মিথের ২০০৩ সালে করা ২৭৭ রান এবং হাশিম আমলার ২০১২ সালে করা অপরাজিত ৩১১ রানের ইনিংসকেও পেছনে ফেলেছেন তিনি।

তৃতীয়।

    জনপ্রিয়

    সর্বশেষ