বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

লাইফস্টাইল

বর্ষাকালে ত্বক ভালো থাকবে কোন ফেসপ্যাক ব্যবহারে

Picture of the author

24 Bangladesh

৩ জুলাই, ২০২৫ | 12:17 PM

Picture of the author

বর্ষাকাল শুরু হওয়ার সাথে সাথে, বৃষ্টি এবং আর্দ্র আবহাওয়ার কারণে চুল ও ত্বকে অনেক সমস্যা দেখা দেয়। কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এসব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। 


ত্বক সুস্থ রাখতে ফেসপ্যাকগুলি খুবই কার্যকর। বাজারে বিভিন্ন ধরণের ফেসপ্যাক পাওয়া গেলেও, ঘরে তৈরি ফেসপ্যাক ব্যবহার করাই ভালো। বর্ষাকালে ত্বক ভালো রাখতে যেসব ঘরোয়া ফেসপ্যাক তৈরি করতে পারেন-

 মুলতানি মাটি এবং গোলাপ জলের প্যাক

মুলতানি মাটি অতিরিক্ত তেল শোষণ করে এবং ত্বকের ছিদ্র খুলে দিতে সাহায্য করে, যা বর্ষার সময় খুব গুরুত্বপূর্ণ। গোলাপ জলের প্রদাহ-বিরোধী এবং শীতল বৈশিষ্ট্য রয়েছে। ২ টেবিল চামচ মুলতানি মাটির সাথে ২ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন।

 

নিম এবং হলুদের ফেসপ্যাক

নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য বর্ষাকালে ব্রণ এবং ত্বকের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। হলুদ প্রাকৃতিক উজ্জ্বলতা দেয় এবং প্রদাহ কমাতে সাহায্য করে। তাজা নিম পাতা বেটে নিন অথবা নিমের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এর সঙ্গে এক চিমটি হলুদ এবং পানির সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

 

 বেসন, দই এবং হলুদের প্যাক

এই ফেসপ্যাকটি ত্বক এক্সফোলিয়েট এবং তেল নিয়ন্ত্রণ করে। বর্ষাকালে মিশ্র বা তৈলাক্ত ত্বকের জন্য এটি অত্যন্ত উপকারী। ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ দই এবং এক চিমটি হলুদ মিশিয়ে মুখে লাগান। শুকালে পানি দিয়ে আলতো করে ঘষে ঘষে মুছে ফেলুন।

 

চন্দন এবং গোলাপ জলের প্যাক

চন্দনের অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য বর্ষাকালের সাধারণ ফুসকুড়ি এবং ত্বকের ব্রণ প্রতিরোধে সহায়তা করে। গোলাপ জল ত্বক হাইড্রেট এবং সতেজ করে। গোলাপ জলের সাথে চন্দনের গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। শুকানোর পরে ধুয়ে ফেলুন।

 

 অ্যালোভেরা এবং শসার কুলিং প্যাক

আর্দ্র আবহাওয়ায় জ্বালাপোড়া বা সংবেদনশীল ত্বকের জন্য এই ফেসপ্যাকটি আদর্শ। অ্যালোভেরা ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে, অন্যদিকে শসা ত্বককে প্রশমিত করে । তাজা অ্যালোভেরা জেল এবং শসার রস মিশিয়ে নিন। ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। 

 

 

 

 



    জনপ্রিয়

    সর্বশেষ