Logo
সোমবার, ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 11, 2025
সোমবার, ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 11, 2025
আজকের শিরোনাম:

আন্তর্জাতিক

ইসরায়েলি বিমানবন্দরসহ তিন স্থাপনায় হুথির ড্রোন হামলা

Picture of the author

24 Bangladesh

৯ আগস্ট, ২০২৫ | 8:23 AM

Picture of the author

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।


ড্রোনগুলো সফলভাবে আঘাত হেনেছে বলেও দাবি করেছেন হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।


হুথি মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “আমরা তিনটি ড্রোন ব্যবহার করে তিনটি সামরিক অভিযান চালিয়েছি। এই ধারাবাহিক অভিযানে, বেন গুরিওন বিমানবন্দরসহ বেয়ারশেবা ও আশকেলনের আরও দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ড্রোনগুলো।”


তিনি জোর দিয়ে বলেন, “নিপীড়িত ফিলিস্তিনি জনগণ, তাদের যোদ্ধাদের সমর্থনে এবং গাজায় শত্রু ইসরায়েলের আরোপিত গণহত্যামূলক অপরাধ ও অনাহারের প্রতিক্রিয়ায় চালানো হয়েছে এই তিন অভিযান।”


সারি ইসরায়েলি বন্দরে কার্যরত সব কোম্পানিকে সতর্ক করে বলেন, “এসব বন্দরের সঙ্গে যেকোনও ধরনের ব্যবসা অবিলম্বে বন্ধ না করলে তাদের জাহাজও হামলার টার্গেট হবে, গন্তব্য যেখানেই হোক না কেন।”


তবে, ইয়েমেন থেকে ছোড়া দুটি ড্রোন মাঝপথে আটকে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবহিনী। 


সূত্র: মেহের নিউজআনাদোলু এজেন্সি


    জনপ্রিয়

    সর্বশেষ